।। প্রথম কলকাতা ।।
Weather update: শীত আসছে। পারদ পতন অব্যাহত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাত বাড়লেই নামছে তাপমাত্রা বইছে হিমেল হাওয়া।
নভেম্বরে শেষ সপ্তাহে গোটা বাংলায় শীতের ইনিংস শুরু হতে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আকাশে আংশিক মেঘ থাকার কারণে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের আমেজ ভালো মতোই টের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রায় পতন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের কনকনে মেজাজ কিছুটা হলেও উধাও হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই। পশ্চিমের জেলাগুলি যথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে শীতের আমেজ ভালোমতোই অনুভূত হবে। আবার গত দুদিনে কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রির মতো কমেছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে শীত লম্বা হতে চলেছে। আগামী চার থেকে পাঁচ দিন সফল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি শীত অনুভূত হবে।
রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি অন্ধপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে রয়েছে সেটিও শক্তি হারাচ্ছে। ২৪ শে নভেম্বরের পর থেকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে। এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে থাকবে সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম