Market Price: উৎসবের রেশ কাটতেই বাজার তাতাচ্ছে সবজি, জেনে নিন সঠিক দাম

।। প্রথম কলকাতা ।।

Market Price: নতুন বছরের (New Year) শুরু থেকে উৎসবের ভিড়ের কারণে সবজির দাম (Vegetable Price) একটু বেশি থাকে। কিন্তু এবারে নতুন বছরের প্রথম দিকে মোটামুটি ২৫ থেকে ৩০ টাকার কাছে কেজি দরে বেশিরভাগ সবজিই পাওয়া গিয়েছে। যদিও কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলের সবজির দামের বেশ ফারাক রয়েছে। এছাড়াও চাষি এলাকাগুলিতে জলের দরে সবজি বিক্রি হয়েছে। খুচরো বাজার এবং পাইকারি বাজার দামের মধ্যে বিস্তর ফারাক। গত কয়েকদিন ঠান্ডা আবহাওয়ার ওঠা নামার কারণে প্রভাব পড়েছে কপি ক্ষেতে। এমনি থেকেই কয়েকদিন টানা কুয়াশা থাকলে কপি সহ বিভিন্ন সবজির বেশ ক্ষতি হয়। এসব কিছু মিলিয়ে সেই জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই সবজির দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশেষ করে কলকাতা এবং কলকাতা সংলগ্ন সবজির খুচরো বাজারে বেশ কয়েকটি সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। শীতকাল মানেই যে জলের দরে বিভিন্ন সবজি পাওয়া যাবে, এই ধারণার সঙ্গে বর্তমান পরিস্থিতি মেলাতে পারবেন না। বাজার যাওয়ার আগে কলকাতায় এবং কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে খুচরো সবজির দর এক নজরে দেখে নিন।

কুমড়ো – ১৭ থেকে ২০ টাকা
কাঁচা লঙ্কা – ৬৫ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৩৭ থেকে ৫০ টাকা
গাজর- ৩৫ থেকে ৪০ টাকা
বিন কড়াই- ৩৭ থেকে ৪৩ টাকা
টমেটো- ১৫ থেকে ৩০ টাকা কেজি
ধনেপাতা – ১৫ থেকে ২০ টাকা (বান্ডিল ২ থেকে ৪ টাকা)
করোলা – ৩৫ থেকে ৪০ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ২৫ থেকে ৩৫ টাকা
বেগুন- ২৫ থেকে ৩৫ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ১৫ থেকে ২৫ টাকা
সিম – ১৫ থেকে ২৫ টাকা
মটরশুঁটি- ৫০ থেকে ৬০ টাকা
নতুন আলু- ১২ থেকে ১৩ টাকা
পুরনো আলু- ১২ থেকে ১৪ টাকা
চন্দ্রমুখি আলু – ১৭ থেকে ২০ টাকা
পিঁয়াজ – ৩০ থেকে ৪৫ টাকা
আদা- ৬০ থেকে ৭০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৫৫ থেকে ৬০ টাকা
কচু – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচকলা – ৪ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৫ থেকে ৬ টাকা পিস
(খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version