।। প্রথম কলকাতা ।।
Indian Navy: বদলে যাবে ভারতীয় নৌবাহিনীর পদের নাম। বিশেষ সম্মানে সম্মানিত হবেন মহিলারা। নৌ বাহিনীর মধ্যে দেখা যাবে ভারতের ঐতিহ্যের পরম্পরা। বড় ঘোষণা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌবাহিনী সম্পর্কে এমন কিছু তথ্য তিনি সামনে এনেছেন, যা জানলে আপনার গর্ব হবে। এবার ভারতীয় সংস্কৃতিতে সাজবে নৌ সেনারা।
ভারতের ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবেন, তিন দিকে রয়েছে সমুদ্র। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, আর আরেক দিকে আরব সাগর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু সুযোগ সুবিধা মেলে। প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু ভাইটাল। কারণ এখান থেকেই ঢুকে পড়তে পারে শত্রু, যদিও ভারতে সেটি হওয়ার নয়। কারণ একটাই, অতন্ত্র প্রহরীর মত ভারত তথা সকল দেশবাসীকে রক্ষা করে চলেছে ভারতীয় নৌসেনা। সামুদ্রিক সীমানা সুরক্ষিত রাখতে প্রাণ বাজি রেখেছেন তারা। গত ৪ই ডিসেম্বর ছিল ভারতীয় নৌ বাহিনী দিবস, সেই উপলক্ষে ভারতীয় যুদ্ধ নৌ জাহাজে নিয়োগ করা হল প্রথম মহিলা কমান্ডিং অফিসার। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এই সম্পর্কে অ্যাডমিরাল কুমার জানান, ভবিষ্যতে যাতে নৌ বাহিনী উচ্চাকাঙ্ক্ষা এবং প্রগতিশীল পথে থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি ভারতীয় নৌবাহিনী পেয়েছে সার্ভ ভেসেল। আসলে লক্ষ্য পূরণের পথে আত্মনির্ভর ভারত। নৌসেনার হাতে সার্ভ ভেসেল ‘আইএনএস সন্ধ্যায়ক’ দিয়েছে গার্ডেনরিচ। এটিই ভারতে নির্মিত নৌসেনার সবচেয়ে বড় পর্যবেক্ষক জাহাজ। স্বাভাবিক ভাবেই আরো শক্তিশালী হল ভারতীয় নৌবাহিনী। এটি সমুদ্রগর্ভে নানান বিষয়ে গবেষণার কাজে লাগবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ঘোষণা করেন, নৌবাহিনী ভারতীয় ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে তার পদের নাম রাখবে। দাসত্বের মানসিকতাকে পেছনে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে নারীর সংখ্যা বৃদ্ধিতে সরকার সচেষ্ট। প্রথমবারের মতো নৌবাহিনীর জাহাজে একজন নারী কর্মকর্তা নিয়োগের প্রশংসা করেছেন। ছত্রপতি শিবাজি মহারাজকে দূরদর্শিতা এবং যুদ্ধ কৌশলের জন্য শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৭ শতকের মারাঠা শাসকরা নৌ শক্তির গুরুত্ব জানত। আরো বলেন, ভারতের সমুদ্র রক্ষায় নৌবাহিনীর কর্মীদের প্রতিশ্রুতি কর্তব্যের প্রতি তাদের অটল উৎসর্গ দেশের প্রতি ভালবাসার প্রমাণ। ভারত সশস্ত্র বাহিনীতে মহিলাদের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে, যা ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসকে প্রতিফলিত করবে। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী ভারতীয় নৌবাহিনীর পদের নাম পরিবর্তন করা হবে। নৌবাহিনীর আধিকারিকদের দ্বারা পরা এপলেটগুলি ছত্রপতি শিবাজীর ছবি বহন করবে, যিনি দেশের প্রথম আধুনিক নৌবাহিনী তৈরির কৃতিত্ব পেয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম