Aero India 2023: বিশেষ জ্যাকেট পরে আকাশে উড়বে ভারতীয় সেনা, ধরা পড়বে শত্রুর ছলচাতুরী!

।। প্রথম কলকাতা ।।

Aero India 2023: ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে ভারতীয় সেনা (Indian Army)। শত্রু দেশকে চমকে দিয়ে ভারতীয় সেনায় যুক্ত হতে চলেছে স্পেশাল জ্যাকেট। যে জ্যাকেট পরে সেনারা খুব সহজেই আকাশে উড়তে পারবেন। নজর রাখতে পারবেন শত্রু সেনাঘাঁটির উপর। বেঙ্গালুরুতে পাঁচ দিনের অ্যারো ইন্ডিয়া (Aero India 2023) শো চলাকালীন দেখা গিয়েছে, ভারত সরকার মূলত সেনাবাহিনীকে উন্নত করতেন নতুন প্রযুক্তির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেট স্যুট। এই বিশেষ স্যুট পড়ে খুব সহজেই আকাশে ওড়া যাবে।

সিনেমার পর্দায় অহরহ দেখতে পাওয়া যায়, যে কোন ব্যক্তি আকাশে উড়ে বেড়াচ্ছেন। আয়রন ম্যান স্যুট পরে আকাশে যুদ্ধ করছে। এবার সেই দৃশ্য বাস্তবে পরিণত হতে চলেছে, তাও আবার ভারতের মাটিতে। খুব শীঘ্রই দেখা যাবে ভারতীয় সেনারা আকাশে উড়ছেন। তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ জেট স্যুট। প্রতিরক্ষা মন্ত্র Absolute Composites থেকে প্রায় ৪৮ টি এই ধরনের জ্যাকেট অর্ডার করেছে। এই প্রতিষ্ঠানটি বিশেষ প্রযুক্তিতে তৈরি করবে Jet Suit MK 1 । এটি মূলত ‘মেড ইন ইন্ডিয়ার’ স্যুট। যেখানে ব্যবহার করা হবে গ্যাস বা তরল জ্বালানি। এটির মাধ্যমে সৈন্যরা প্রায় ১০ থেকে ১৫ মিটার উপর পর্যন্ত বাতাসে উড়তে পারবেন। এটি চলবে গ্যাস টারবাইন ইঞ্জিনে। এক্ষেত্রে সৈন্যরা প্রায় প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার গতিতে বাতাসে উড়তে পারবেন। উভয় হাত দিয়ে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। আশা করা হচ্ছে এই স্যুটের মাধ্যমে ভারতীয় সেনারা খুব সহজে ভারতীয় সীমান্ত পর্যবেক্ষণের পাশাপাশি পাহাড় ও জঙ্গলে নজরদারির কাজ চালাতে পারবেন।

শত্রুকে উপযুক্ত জবাব দিতে এই বিশেষ স্যুট ভারতীয় সেনাবাহিনীতে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে। যার ওজন হবে প্রায় ৪০ কেজি পর্যন্ত এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সৈন্যরা খুব সহজে যেখানে খুশি এটির সাহায্য উড়তে পারেন এবং মাটিতে অবতরণ করতে পারেন। এটি যে কোন আবহাওয়ায় কাজ করবে। টানা ৮ মিনিট ধরে এই স্যুটের সাহায্যে আকাশে উড়তে পারা যাবে। স্যুটটির দাম ঠিক কত টাকা হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। এই স্যুট পরিধান থাকাকালীন শত্রুর পক্ষকে হামলা করা যাবে না। তাই উড়তে উড়তে যাতে সেনারা খুব সহজেই শত্রুপক্ষকে সামলাতে পারে সেই বিষয় এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version