G-20 Summit In Kolkata: আজ থেকে তিলোত্তমায় শুরু হচ্ছে G-20, সম্মেলনে সভাপতিত্বের ভার ভারতের

।। প্রথম কলকাতা ।।

G-20 Summit In Kolkata: ২০২৩ এর জি-২০ সম্মেলনের প্রথম বৈঠকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে থেকেই কলকাতায় সাজ সাজ রব শুরু হয়েছিল। প্রস্তুতি চলছিল জোরকদমে। আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে জি-২০ সম্মেলন (G-20 Summit)। আজ থেকে বুধবার অর্থাৎ ১১ জানুয়ারি পর্যন্ত এই বৈঠক চলবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হল ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম (Digital Financial System)। রবি বারই শহরের বুকে পা রেখেছেন দেশ-বিদেশের অতিথিরা। এই সম্মেলনে সভাপতিদের দায়িত্বে থাকছে ভারত। সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিত থাকার কথা রয়েছে।

এই প্রথমবার কলকাতায় (Kolkata) জি-২০ সম্মেলনের আসর বসেছে। আর চলতি বছর প্রথম ভারত জি ২০ সম্মেলনে সভাপতিত্ব করবে। কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তবে ১০ এবং ১১ জানুয়ারি জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হবে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে। এই তিন দিনের সম্মেলনের আলোচ্য বিষয় হল, একেবারে প্রান্তিক মানুষদের কীভাবে ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়, এর মাধ্যমে কীভাবে তাদের ব্যক্তিগত এবং জাতীয় আয় বাড়ানো সম্ভব।

সূত্রের খবর অনুযায়ী, সম্মেলনে জি-২০ সদস্য দেশগুলি উপস্থিত থাকবে। এছাড়াও উপস্থিত থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড এবং আইএমএফ এর মত সংস্থার প্রতিনিধিরাও। এবিপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নবান্নে তরফ থেকে জানানো হয়েছে সোমবার প্রথম দিন বৈঠক শেষে আগত সকল অতিথিদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে গঙ্গাবক্ষে ক্রুজের মধ্যে। তাদের সামনে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য কোনরকম খামতি রাখা হবে না। উল্লেখ্য, এর আগে গত বছর ৫ ডিসেম্বর দিল্লিতে যে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version