Weather Update Today: কুয়াশার দাপট অব্যাহত, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update Today: কুয়াশার দাপট অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টায়। শুক্রবার কলকাতা সহ সমগ্র রাজ্যের আবহাওয়া। পারদ পতন হচ্ছে গত কয়েকদিন ধরেই। তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে একাধিক জেলায়। সপ্তাহজুড়েই অবাধ উত্তুরে হাওয়ায় শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। এতদিন যে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিক, এখন তা অনেকটাই নীচে অবস্থান করছে। ২০ ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্ৰে খবর, সর্বনিম্ন তাপমাত্রার এই পতন আপাতত একইরকম থাকবে।

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ গতকাল তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ ২ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। ১৫.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে আগামী ২৪ ঘন্টায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version