Weather Update: পয়লা বৈশাখ কাটবে অস্বস্তি নিয়েই, বড় আপডেট দিল হাওয়া অফিস

।। প্রথম কলকাতা ।।

Weather Update: বাংলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত ধীর গতিতে বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে হুহু-করে সোমবার থেকে শনিবার পর্যন্ত। বাংলার তাপমাত্রা ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে। এখনো পড়েনি বৈশাখ মাস। তার আগেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়েছে তাপমাত্রা। আগামী সপ্তাহের সতর্কতা জারি করে বড় আপডেট দিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এপ্রিলের শুরুতেই ভয় ধরাচ্ছে গরম। রাজ্যে তার দুরন্ত ব্যাটিংয়ের জেরে এখন ত্রাহি ত্রাহি রব। শুষ্ক গরমে পাহাড় থেকে সমতলে দাবদাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷ গরম বাড়ছে নতুন সপ্তাহের শুরুতেই ৷ আপাতত কোনও সম্ভবনা নেই বৃষ্টিপাতের ৷

তাপপ্রবাহের সতর্কতা জারি করে সুস্থ থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর আশঙ্কার কথা প্রকাশ করেছে শুষ্ক গরমের জেরে হিট স্ট্রোকের। আগামী ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল গরমের জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাপপ্রবাহের কারণে ত্বকে জ্বালা হতে পারে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। আবহাওয়াবিদদের পরামর্শ সুতির জামা ব্যাবহার করুন ও বেশি করে জল খেতে হবে। তাঁরা পরামর্শ দিয়েছেন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে যতটা কম সম্ভব বেরনোর।

উল্লেখ্য, কলকাতা এবং আশপাশের অঞ্চলে পারদের এতটা ওঠাপড়ায় জনসাধারণ দিনভর গরমে ভুগেছে । বারবার জল খেয়েও ঘরে বাইরে কেউই স্বস্তি পাননি। আবহাওয়া দফতরের আলিপুর পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বাইরে চড়া রোদে কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version