Short distance between stations: দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের ! সবথেকে কম দূরত্বের দুই রেলস্টেশন রয়েছে কোথায় ?

।। প্রথম কলকাতা।।

Short distance between stations: ট্রেন (Train) যাত্রা মানেই অনেকটা দূরত্ব অতিক্রম করার কথা মাথায় আসে সর্বপ্রথম। পরপর থাকা দুটি স্টেশনের একটি থেকে অপরটিতে যেতে গেলেও হাতে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট সময় রাখতেই হবে। কিন্তু যদি বলা হয় আপনার চোখের পলক পড়ার সাথে সাথেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে এসে হাজির হতে পারবেন। না, অবশ্যই কোন ম্যাজিকের মাধ্যমে নয়। বছরের পর বছর এই দুটি স্টেশনে মানুষ এই ভাবেই যাতায়াত করছে। আর তার থেকেও আশ্চর্যের বিষয় হল বাংলার (West Bengal) বুকেই রয়েছে ভারতের সবথেকে কম দূরত্বের দুটি স্টেশন।

যে দুটি স্টেশনের (Stations) কথা বলা হচ্ছে তার মধ্যে দূরত্ব মাত্র ১০০-১১০ মিটার। যদিও স্টেশন সাধারণত বিভিন্ন শহরের মধ্যে থাকে, যার দূরত্ব হয় দুই থেকে তিন কিলোমিটার। তবে শহর কলকাতার বুকে অবস্থিত টালিগঞ্জ এবং লেক গার্ডেন স্টেশনের মধ্যে দূরত্ব কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের। টালিগঞ্জের (Tallyganj) দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেনের (Lake Garden) প্ল্যাটফর্মের দূরত্ব খুব বেশি হলে ১১০ মিটার। আর এই দৈর্ঘ্য একটি লোকাল ট্রেনের চারটি বগি সমান। ব্যাপারটা খুব ভালোভাবেই বোঝা যায় যে কতটা কাছাকাছি এই দুটি স্টেশন। যদি ওই দুটির মধ্যে কোন একটি স্টেশনে ১২ কোচের বড় ট্রেন দাঁড়ায় তাহলে দুটি স্টেশন থেকেই যাত্রীরা অনায়াসে ট্রেনে উঠতে পারবেন।

ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল রেল পরিষেবা (Rail Service)। কাজেই রেল পরিষেবাকে ভারতের লাইফ লাইন বলাই যায়। প্রতিদিন কয়েক কোটি মানুষ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য এবং কর্মস্থল থেকে বাড়িতে পৌঁছানোর জন্য ট্রেনের ওপর ভরসা করে থাকেন। এতে একদিকে যেমন খরচ কম, তেমন আরামে ভ্রমণ করা যায়। ঝড়-বৃষ্টি সূর্যের তীব্র দাবদাহ যাই থাক না কেন ভারতীয় রেলের কামরা যাত্রীদের সুরক্ষিতভাবে স্টেশনে পৌঁছে দেয়। তবে এই রেল পরিষেবার সঙ্গেই এমন বহু তথ্য জড়িয়ে রয়েছে যেগুলি খুব কম মানুষের জানা। যেমন এই লেক গার্ডেন এবং টালিগঞ্জের মধ্যেকার রেল দূরত্ব। এই স্টেশন দুটির মধ্যে দূরত্ব এতটাই কম (Short Distance) যে চাইলে টালিগঞ্জ থেকে লেক গার্ডেন স্টেশনে আপনি পায়ে হেঁটে চলে যেতে পারেন। আর ট্রেনে থাকলে মুহূর্তের মধ্যে কখন লেক গার্ডেন পেরিয়ে টালিগঞ্জ অথবা টালিগঞ্জ পেরিয়ে লেক গার্ডেন চলে আসবেন, তা বুঝে ওঠার সময়টুকু মিলবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version