।।প্রথম কলকাতা।।
Business idea: ব্যবসা অনেক রকম করা যায়। কিন্তু অনেকেরই ইচ্ছা থাকলেও অর্থের কারণে সেসব ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। তবে কম পুঁজি নিয়ে যে ব্যবসা (business) গুলি করা যায় তার মধ্যে আকর্ষণীয় পরিশ্রুত পানীয় জলের ব্যবসা। কারণ,এখন মানুষ অনেক সচেতন তারা সবসময়ই পরিশ্রুত পানীয় জল খোঁজেন তাই এই জলের চাহিদা দিন দিন বাড়ছে। প্যাকেটে বা বোতলে বাজারে এই জল তৈরি ও সরবরাহ করার মধ্য দিয়ে ভালো অর্থ লাভ করা সম্ভব।
স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বড় বড় মল, সিনেমা অডিটোরিয়াম, মেলা এবং বিয়ে সহ নানান অনুষ্ঠানে প্যাকেটজাত (packaged) পানীয় জলের প্রয়োজন পড়ে। এজন্য হোটেল রেস্তোরা বা ক্যাফে গুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিভিন্ন ক্যাটারিং সংস্থা রেস্তোরাঁর সঙ্গেও যোগাযোগ করতে হবে। আপনার জল সমস্ত পানীয় এবং অন্যান্য দোকানে থাকা নিশ্চিত করতে হবে। এছাড়াও অনেকে বাড়িতে খাওয়া ও রান্নার জন্য 20 লিটার জলের জার নেন।ঘরোয়া পর্যায়ে এই মিনারেল ওয়াটার জার বিক্রি করা যায়।
এজন্য পরিকল্পনা করে এগোতে হবে। আপনি যদি নিজের প্ল্যান্ট(plant) স্থাপন করতে চান আপনার অবশ্যই মিনারেল ওয়াটার ব্যবসা, প্রয়োজনীয় পারমিট, প্রয়োজনীয় মেশিন, ওয়াটার প্রসেসিং প্রযুক্তি এবং অন্যান্য সংশ্লিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকতে হবে। স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা বা সংশ্লিষ্ট দপ্তর থেকে থেকে অনুমতি নিতে হবে। প্রথমে কম বাজেটে এই ব্যবসা শুরু করা যায় এরপর ধীরে ধীরে ব্যবসা বাড়াতে পারেন। বাড়িতে সাবমারসিবল পাম্প বিদ্যুৎ (electric) সংযোগ সকলেরই আছে বাড়ির সামনে কিছুটা জায়গা থাকলে সেখানেই এই প্ল্যান্ট তৈরি করা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম