Supreme Court’s Article 370 verdict: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিল শীর্ষ আদালত

।। প্রথম কলকাতা ।।

Supreme Court’s Article 370 verdict: ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ ছিল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। জানিয়ে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, উপত্যকায় সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করে যে ব্যবস্থা ছিল তা একেবারেই অস্থায়ী। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলার রায় ঘোষণা করতে গিয়ে স্পষ্টতই জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পর তার আর সার্বভৌমত্ব ছিল না। পাশাপাশি জানানো হয়, জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য সব রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল না।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নিয়ে এটিকে দু’টি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। সালটা ছিল ২০১৯ সালের ৫ অগস্ট। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ নং ধারা বাতিল করা হয়েছিল সংসদে বিল এনে। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতাতেই একাধিক মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। আজ তারই পরিপ্রেক্ষিতে রায়দান ছিল দেশের শীর্ষ আদালতে । এদিন রায়দান করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের মধ্যে ছিল বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি ভূষণ আর গভাই এবং বিচারপতি সূর্যকান্ত।

ফের রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর। আজকের রায়ে ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভায় নির্বাচন সম্পন্ন করার জন্য়। অর্থাৎ ,জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version