Covid 19: দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল ১০,০০০ হাজার, উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

।। প্রথম কলকাতা ।।

 

Covid 19: বিগত এক সপ্তাহ ধরে বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দেশের দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল ১০,০০০। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১০,১৫৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৯৯৮ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১,০৩৫ জন। দেশে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

 

দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৪২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৪.০২ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সক্রিয় সংক্রমণের হার ০.১০ শতাংশ। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বাড়িয়েছে সুস্থতার হার। দেশে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭১ শতাংশ। মারণ ভাইরাস থেকে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪২ কোটি (৪,৪২,১০,১২৭ জন)।

 

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩২৭ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কোভিডের ক্রমবর্ধমান মামলার মধ্যে, বিশেষজ্ঞরা বলছেন যে আগামী ১০-১২ দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 

ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে। সুস্থ থাকতে মাস্ক পরা, বারবার স্যানিটাইজার হাত ধোয়া এবং সেই সঙ্গে দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরর তরফে জনসাধারণকে বারে বারে সচেতন করা হচ্ছে। চারটি রাজ্যে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল ও পুদুচেরি।

Exit mobile version