।। প্রথম কলকাতা ।।
National Girl Child Day 2023: প্রতিবছর ২৪শে জানুয়ারি ভারতের শিশু কন্যাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন দেশ জুড়ে পালন করা হয় জাতীয় শিশু কন্যা দিবস (National Girl Child Day)। সেই ২০০৮ সাল থেকে প্রতিবছর নিয়ম করে ভারত সরকার বিশেষভাবে এই দিন পালন করে আসছে। এই দিবসে মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে গোটা দেশবাসীর উদ্দেশ্যে লিঙ্গ সমতা সম্পর্কিত বিশেষ বার্তা প্রেরণ করা হয়।
বর্তমানে ভারতবর্ষের বহু প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো প্রবেশ করলেও, সেই আলোয় আলোকিত হতে পারে না মেয়েরা। বহু জায়গায় সমাজ আজও তাদের ব্রাত্য করে রেখেছে। বৈষম্য, ধর্ষণ, অন্যায়, বাল্যবিবাহ, লাঞ্ছনা, যৌতুক হয়রানি সহ নানান রকম সমস্যার সম্মুখে নারীরা। গণমাধ্যমে বারংবার চোখে পড়ে শিশু নিগ্রহের ঘটনা। আসলে কন্যা শিশুদের জন্য চাই একটি সমতার বিশ্ব। আর এই বিশ্ব গড়ে তুলতে সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। ভারতে প্রতিবছর ২৪শে জানুয়ারি পালন করা হয় জাতীয় শিশু কন্যা দিবস আর আন্তর্জাতিকভাবে ১১ই অক্টোবর পালন করা হয় কন্যা শিশু দিবস (Girl Child Day)।
এতকিছুর পরেও মেয়েদের অধিকার কোথাও গিয়ে সীমিত রয়ে গিয়েছে। বহু জায়গায় মেয়েরা তাদের সম্ভাবনা পূরণের জন্য অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। সারা বিশ্বে মেয়েরা শিক্ষা, শারীরিক ও মানসিক সুস্থতা আর সহিংসতাহীন জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ক্ষেত্রে নানান পরীক্ষা দিয়ে যাচ্ছে। অপর দিকে বিশ্বের প্রায় ৬০০ মিলিয়ন কিশোরী মেয়ে বারংবার দেখিয়েছে যে দক্ষতা এবং সুযোগ দেওয়া হলে তারা নিজেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পরেও এখনো কন্যা শিশু হত্যা কিংবা কন্যা ভ্রুণ হত্যার ঘটনা ঘটেই চলেছে। দেশের কোনায় কোনায় অত্যাচারিত হচ্ছে মেয়েরা। তাই অপরাধ দূর করতে এবং কন্যা শিশুদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে ভারত সরকার নানান পদক্ষেপ নিয়েছে। প্রতি বছর এই দিবস উপলক্ষে একটি করে নির্দিষ্ট থিম থাকে। এই দিবসের মূল উদ্দেশ্য হল, কন্যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, ন্যায়ের অধিকার, শিক্ষার অধিকার, আইনি সহায়তা, বৈষম্য থেকে সুরক্ষা, যথাযথ চিকিৎসা প্রদান এবং বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করা। শিশু কন্যাদের বঞ্চিত হওয়ার এই চিত্র শুধুমাত্র ভারতে নয়। বিশ্বের বহু দেশেই দেখা যায়। সারা বিশ্বের কোন না কোন জায়গায় প্রতি মুহূর্তে শিশু কন্যারা অবহেলার শিকার হচ্ছেন।
কন্যা সন্তান যে ফেলনা নয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই জানিয়েছিলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে নারীর ক্ষমতায়নের জন্য প্রকাশ্যে আনেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি। প্রতিবছর তিনি জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে ভারতীয়দের শুভেচ্ছা জানান। মূলত এই দিনটি হল ভারতের মেয়েদের দৃষ্টান্তমূলক কৃতিত্ব উদযাপনের বিশেষ দিন। ভারত সরকার সর্বদা কন্যা শিশুর ক্ষমতায়ন এবং নারী শক্তিকে শক্তিশালী করার জন্য চেষ্টা চালাচ্ছে। কন্যা শিশুদের মর্যাদা নিশ্চিত করতে নানান সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন উদ্যোগে সচেতন ভাবে যুক্ত হয়েছে বেশ কিছু পদক্ষেপ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম