ISRO: কাউন্টডাউন শুরু! রবিবার ৩৬টি OneWeb স্যাটেলাইট নিয়ে LVM-III উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

।। প্রথম কলকাতা ।।

ISRO: ফের ইতিহাসে নাম তুলতে চলেছে ইসরো। মহাকাশে ৩৬টি ওয়ানওয়েব (OneWeb) ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO)। LVM-III রবিবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৬টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করতে সকাল ৯:০০ টায় যাত্রা করবে। এখনও পর্যন্ত ১৮ বার এই লঞ্চ করা হয়েছে ওয়ান ওয়েবের স্যাটেলাইট।

ব্রিটিশ যুক্তরাজ্য এবং ভারতের যৌথ পরিকল্পনায় এই নিয়ে দ্বিতীয়বার ভারত থেকে লঞ্চ হচ্ছে ওয়ান ওয়েবের স্যাটেলাইট।যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে লো আর্থ অরবিটে স্যাটেলাইট পাঠাবে ওয়ান ওয়েব। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তার সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল লঞ্চ ভেহিকেল মার্ক-III (LVMIII) থেকে লো আর্থ অরবিটে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটিশ স্টার্ট-আপ সংস্থা OneWeb তার ৬০০ টিরও বেশি লো আর্থ অরবিট স্যাটেলাইটের নক্ষত্রপুঞ্জ সম্পূর্ণ করার থেকে এক ধাপ দূরে। মহাকাশ থেকে বিশ্বের প্রতিটি কোণে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অফার করার পথ প্রশস্ত করছে। LVM3 রকেটের সাহায্যে ৪,০০০ কেজি ওজনের স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব। এই রকেটের ওজন হল ৬.৪০ লক্ষ কেজি। পাশাপাশি, রকেটটির উচ্চতা ১৪২.৫ ফুট। এদিকে, স্যাটেলাইটকে লোয়ার আর্থ সাবমিটে স্থাপনের ক্ষেত্রে এই রকেট ১০ হাজার কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করতে সক্ষম।

ওয়ানওয়েব নক্ষত্র হল গ্রহের চারপাশে উপগ্রহের একটি নেটওয়ার্ক যার লক্ষ্য সারা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা। ইউকে কোম্পানি লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইটের একটি নক্ষত্রমণ্ডল বাস্তবায়ন করছে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ অর্থাৎ এয়ারটেল কোম্পানি OneWeb সংস্থার প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার হিসেবে কাজ করে। Isro একটি মিশনের বিশদ বিবরণে বলেছে, “OneWeb শীঘ্রই তার বিশ্বব্যাপী কভারেজ রোল আউট করার জন্য প্রস্তুত হবে।”

ইউক্রেন যুদ্ধের কারণে স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল চালু করার জন্য শিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের সঙ্গে সম্পর্ক শেষ করে ব্রিটিশ সংস্থাটি। এরপর ভারত থেকে ওয়ানওয়েব স্যাটেলাইটগুলির এটি দ্বিতীয় উৎক্ষেপণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version