KMDA : ব্রিজের অবস্থা আশঙ্কাজনক! এক ফোনেই হবে মুশকিল আসান, দায়িত্ব নিল কেএমডিএ

।। প্রথম কলকাতা।।

KMDA : মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরই শহর কলকাতার অন্যান্য ব্রিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল কেএমডিএ। শহর কলকাতার মধ্যে যে সকল ব্রিজ গুলি কেএমডিএর অধীনস্থ সেগুলি নিয়ে সমীক্ষা শুরু হয়। গঠন করা হয়েছিল একটি বিশেষ কমিটিও। আর এবার এই ধরনের বিপর্যয় এড়িয়ে যাওয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেএমডিএ। এবার কলকাতার সমস্ত ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ করবেন তাঁরা। বুধবার এমনটাই জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

এবার থেকে কলকাতার সমস্ত ব্রিজের গায়ে লেখা থাকবে কেএমডিএর ইঞ্জিনিয়ারদের নাম এবং ফোন নম্বর। কোনরকম সমস্যা মনে হলেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। ফিরহাদ হাকিমের কথায়, যেকোন ব্রিজের ফাটল একদিনের বিষয় নয়। ধীরে ধীরে ছোট চিড় দেখা যায় আর তারপর সময়ের সাথে সাথে সেগুলি বড় ফাটলে পরিণত হয়। কাজেই সেই সমস্ত ব্রিজ দিয়ে যে সকল পথচারীদের রোজকার আনাগোনা তাঁরা নিশ্চয়ই বিষয়টি আগে থেকেই লক্ষ্য করেন। কাজেই সেই সময় যদি মেরামত করা হয় তবে যে কোন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এমনটাই জানা গিয়েছে সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।

এছাড়াও জানানো হয় শহরের প্রত্যেকটি ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন একজন করে কেএমডিএর ইঞ্জিনিয়ার। শুধুমাত্র যখন ফোন করা হবে তখনই তাঁরা পরিদর্শনে আসবেন এমনটা নয়। প্রত্যেক সপ্তাহে একদিন করে ওই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে যেতে হবে খোদ ইঞ্জিনিয়ারকে। এছাড়া মেয়র জানান, কলকাতা পুরসভার অন্তর্গত বহু এলাকায় এমন ছোট ছোট অনেকগুলি ব্রিজ রয়েছে যেগুলি প্রতিদিন মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয়। সেখান থেকে ভারী গাড়িও যাতায়াত করে। তাই সেই ব্রিজগুলির অবস্থাও খতিয়ে দেখা বিশেষভাবে প্রয়োজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version