Weather update: বর্ষশেষে রাজ্যে শীতের কামব্যাক,এক ধাক্কায় নামল পারদ

।। প্রথম কলকাতা ।।

Weather update: বর্ষ শেষে ফের একবার শহর কলকাতা তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত চার থেকে পাঁচ দিন শীতের আমেজ বজায় থাকবে শহরে। নববর্ষের প্রথম সপ্তাহের মাঝামাঝি শীতের প্রত্যাবর্তন ঘটতে পারে।

শনিবার সকাল থেকেই শহরে গাঢ় কুয়াশা। আটটার পর থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বর্ষবরণ আর নববর্ষের শুরুতে হালকা শীতের (Winter) আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর‌। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস জানিয়েছে আজ দার্জিলিং, কালিম্পং, সিকিমের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ‍্যে আর কোথাও বৃষ্টির (Rain )সম্ভাবনা নেই। আগামী ৪, ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শীতের আমেজ থাকতে। উত্তর-পশ্চিমে কনকনে ঠান্ডা হাওয়া আবার থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।১ জানুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে তবে খুব একটা বেশি চড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version