Mamata Banerjee: পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জোরকদমে চলছে প্রস্তুতি

।। প্রথম কলকাতা।।

Mamata Banerjee: পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভার দামামা বেজে যাবে। ২০১৯ লোকসভায় উত্তরে ভালো ফল করেনি তৃণমূল। এবার তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে রাজ্যের শাসকদল। পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। জেলা প্রশাসন সূত্রে খবর, জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী জেলা সফর করবেন বলে মনে করা হচ্ছিল। অনেকটাই এগিয়ে আসছে তাঁর সেই কর্মসূচি। প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে আগামী ১৫ ডিসেম্বর তিনি জেলা সফরে আসতে পারেন। শুধুমাত্র প্রশাসনিক বৈঠক হলে তা বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে করার কথা ভাবা হচ্ছে। তবে তিনি যদি বিভিন্ন পরিষেবা প্রদানের কর্মসূচি রাখেন তবে সেক্ষেত্রে নবাবহাট সংলগ্ন গোদা মাঠের হওয়ার সম্ভবনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো সেই ভাবে কিছু নিশ্চিত করে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের জেলাশাসকের অফিস ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ ভবনের মাঝে নতুন বিল্ডিং টির উদ্বোধন করতে পারেন। সেজন্য ওই বিল্ডিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,কালনা মহাকুমা-সহ জেলার কয়েকটি বড় রাস্তা সংস্কারের কাজ শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তিনি কবে আসবেন, বা তাঁর কী কী কর্মসূচি থাকবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version