Spine-Chilling Video: রক্তাক্ত নাবালিকাকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে! ছত্তিশগড়ে হাড় হিম করা দৃশ্য

।। প্রথম কলকাতা ।।

Spine-Chilling Video: মধ্যবয়সী এক ব্যক্তির এক হাতে ধারালো অস্ত্র, আর এক হাতে ১৬ বছর বয়সী নাবালিকার চুল। তাকে প্রকাশ্য রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন। মেয়েটির জামায় বেশ কিছু জায়গায় রক্তের দাগ। ২০২৩ এর ২০ ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেকেই এই ভিডিও দেখে ফেলেছেন। অপরদিকে এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে সামাজিক ন্যায় বিচার দিবস। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সম্পদগত সবদিক থেকে যাতে একজন ব্যক্তি সমানভাবে সুবিধা পেতে পারেন তাই গোটা বিশ্বজুড়ে সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটি দেখলে তাজ্জব হয়ে যাবেন। ভিডিওটি অন্য কোন দেশের নয়, ভারতের। বিষয়টি সামনে আসতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কেন তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন কারণ জানলে আরো অবাক হবেন।

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুর (Raipur) থেকে উঠে এসেছে এক হাড় হিম করা ভিডিও। একজন মধ্যবয়সী ব্যক্তি ব্যস্ত রাস্তার মাঝখানে একটি মেয়েকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে৷ লোকটির হাতে একটি ধারালো অস্ত্র রয়েছে এবং মেয়েটির জামাকাপড়ের রক্তের দাগ। ঘটনাটি ঘটেছে শনিবার (Saturday) রায়পুরের গুধিয়ারি (Gudhiyari) এলাকায়। মেয়েটির দোষ একটাই, সে ওই ব্যক্তির বিয়ের প্রস্তাবে রাজি হয়নি।

এএনআই-এর একটি প্রতিবেদন অনুসারে, একাধিক ছুরিকাঘাতে আহত ১৬ বছর বয়সী নাবালিকা ওই ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। যার কারণে মেয়েটির উপর রেগে গিয়ে তাকে আক্রমণ করা হয়। গুধিয়ারি থানায় আইপিসির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। রায়পুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়ালের মতে, ভিকটিম অভিযুক্তের দোকানে কাজ করত, যার নাম ওমকার তিওয়ারি ওরফে মনোজ, বয়স ৪৭ বছর। ঘটনাটি প্রকাশ্যে আসার সাথে সাথে, পুলিশ অবিলম্বে পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত নাবালিকা মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। মেয়েটি তা প্রত্যাখ্যান করে। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত একটি ধারালো অস্ত্র দিয়ে নাবালিকা আক্রমণ করেন এবং প্রকাশ্য রাস্তায় চুল ধরে টেনে নিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও। একজন টুইটারে সেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মেয়েটিকে বারংবার আঘাত করা হয়েছে। তারপর গোটা রায়পুরে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। এই সময়ের মাঝে তাহলে কি ছত্তিশগড় পুলিশ ঘুমিয়ে ছিল?” এই ভিডিও দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। এখনো যদি ভিডিওটি না দেখে থাকেন প্রতিবেদনের সঙ্গে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version