WB Primary Education: প্রাথমিক শিক্ষায় সেরা বাংলা! উজ্জ্বল ভবিষ্যতের আশা কেন্দ্রের রিপোর্টে

।। প্রথম কলকাতা ।।

WB Primary Education: পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে একাধিক অনিয়ম নিয়ে দফায় দফায় অভিযোগ উঠে এসেছে। বিগত বছরে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েও তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এইমতো পরিস্থিতিতে বাংলার (West Bengal) শিক্ষা জগত যে এখনও পর্যন্ত সাফল্যের শীর্ষে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রমাণিত হল কেন্দ্রের রিপোর্টে। রাজ্য সরকারের মুকুটে আরও এক নতুন পালক। বুনিয়াদি শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেরার তালিকায় সবার উপরে নাম পশ্চিমবঙ্গের।

শনিবার রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরেকটি পালক। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদ এবং ইনস্টিটিউট অফ কম্পিটিটিভনেস স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত রিপোর্টে ৫৪.৫৮ শতাংশ পেয়ে দেশের সমস্ত বড় রাজ্য গুলির মধ্যে বিদ্যালয় বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম’। হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছেন ‘এগিয়ে বাংলা বিদ্যায় বুদ্ধিতে’।

প্রধানমন্ত্রীর ইউনিক অ্যাডভাইজারি কাউন্সিলের তরফ থেকে দেশের শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়। আর সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশের পরেই সেরার তালিকায় বাংলার বুনিয়াদি শিক্ষা (Parimary Education)। সমীক্ষার রিপোর্ট কার্ড বলছে, দশ বছরের কম বয়সী পড়ুয়াদের পড়াশোনার দিক থেকে ভারতের অন্যান্য বড় রাজ্য গুলির তুলনায় অনেকাংশে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই নিয়ে তৃণমূলের রাজ্যসভার সদস্য জহর সরকার ট্যুইট করেন।

সেখানে তিনি জানান, শীর্ষে পশ্চিমবঙ্গের নাম থাকলেও সর্ব নিম্নে রয়েছে উত্তরপ্রদেশ। প্রাথমিক স্তরের পড়াশোনায় একদিকে যেমন এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক তেমনি দেশের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য নাম রয়েছে পাঞ্জাবের। প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের ফাউন্ডেশনাল লিটেরেসি অ্যান্ড নিউমেরেসি রিপোর্ট ২০২৩ অনুযায়ী পাঞ্জাবের প্রাপ্ত নম্বর ৬৪.১৯।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version