Bijoy Utsob: মুছে যাবে কাঁটা তারের ভেদাভেদ, বিজয় উৎসবে মাতবে ভারত বাংলাদেশ

।। প্রথম কলকাতা ।।

Bijoy Utsob: ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের মাটি থেকে পিছু হটেছিল। এই কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে ভারত এবং বাংলাদেশের অনেক বীর সেনাদের কাহিনী। ২০২২ এর ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশে পালন করা হচ্ছে ৫১তম বিজয় দিবস। বাংলাদেশের বিজয় উৎসবে মাতবে দুই দেশেরই মানুষ, ভুলে যাবেন কাঁটাতারের পার্থক্য। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫১তম বিজয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করতে চলেছে। কলকাতায় আয়োজিত বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশ থেকে প্রায় ৬০ জন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা। এছাড়াও থাকবেন বহু প্রশাসনিক কর্মকর্তা সহ ৬ জন উচ্চপদস্থ সেনা।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলাদেশের কলকাতার ডেপুটি হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশের বিজয় উৎসবে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের গৌরবময় বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষে, ‘বিজয় উৎসব’ এর আয়োজন করা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে। ২০২২ এর ১৫ থেকে ১৭ই ডিসেম্বর বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ হবে উৎসবের প্রাঙ্গণ। পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ এবং সংসদীয় বিষয়ক বিভাগের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় ১৫ই ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে ‘বিজয় উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সদয় সম্মতি দিয়েছেন।

কিছুদিন আগেই ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের দপ্তরের সেনাবাহিনীর মেজর জেনারেল ডিএস কুশওয়া সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের কর্মসূচি তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং বিখ্যাত সাংবাদিক দিলীপ চক্রবর্তী। সেদিন ফোর্ট উইলিয়ামে একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version