।। প্রথম কলকাতা ।।
Weather update: আবহাওয়া ভোল বদল হচ্ছে সেই অক্টোবরের শেষ থেকেই। খামখেয়ালি নিম্নচাপের পরে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় এসে গেছে। কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ শে নভেম্বর থেকে গোটা বাংলায় ফের হু হু করে পারদ পতনের পূর্বাভাস রয়েছে এই রাজ্যের অধিকাংশ জেলাতেই।
উত্তরবঙ্গের সমতল এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা কমছে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনা। মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গে। তবে রাজ্যজুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। ১২থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রার তেমন কোনো হের ফের হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম