Primary TET Examination: কড়া নিরাপত্তায় আর কিছুক্ষন পরই শুরু টেট পরীক্ষা, জেলাভিত্তিক হেল্পলাইন নম্বরগুলি নোট করেছেন ?

।। প্রথম কলকাতা ।।

Primary TET Examination: আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা৷ আর মাত্র ১ ঘন্টার অপেক্ষা। বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত চলবে পরীক্ষা। বায়োমেট্রিক হাজিরা ও তল্লাশির জন্য সকাল ৯ টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। সকাল ১১ টার মধ্যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে পড়তে হবে। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে মোট ৩ লাখ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন। রাস্তায় অতিরিক্ত বাস নামানোর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে। মেট্রো রেলের তরফে কলকাতায় অতিরিক্ত মেট্রো চালানোর ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে।পরিবহন দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে সরকারি বাস ছাড়াও বেসরকারি বাস যাতে পর্যাপ্ত পরিমানে আসে তার জন্য জানানো হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক নম্বরগুলি…

প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল রাজ্য ভিত্তিক টেট পরীক্ষা। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৬ লাখ পরীক্ষার্থী। তবে এবছর শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরাই প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে পারবেন, সেই কারণে পরীক্ষার্থীর সংখ্যা কম বলে জানিয়েছে পর্ষদ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version