Bihar Rail Accident: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, খেলনার মতো ছিটকে গেল বগিগুলো, হাহাকার! কী কারণে দুর্ঘটনা ?

।। প্রথম কলকাতা ।।

Bihar Rail Accident: বিহারে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত ২১টি কামরা। বালেশ্বরে ঠিক একইভাবে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বার বার কার গাফিলতিতে এরকম দুর্ঘটনা বাড়ছে? করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেন আবার হল এমনটা! রাত পৌনে ১০টা। রাতের খাবার খেয়ে যখন ঘুমোনোর জন্য প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। ঠিক সেই সময় অকালে প্রাণ চলে গেল বহু মানুষের। ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যে ছবিটা দেখা গিয়েছিল বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যই দেখা গেল বিহারের বক্সারে। বিহারের বক্সার জেলায় দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন।

২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। এমনকী কামরা পাশের চাষের জমিতে পড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। আবার কয়েকটি কামরা বেঁকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে। ট্রেনের বগির নীচ থেকে চাকা ভেঙে পাশে পড়ে থাকতেও দেখা যায়। উপড়ে গিয়েছে রেললাইনও। বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেস। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে যাচ্ছিল। মৃত্যুর সংখ্যা বাড়ছে, আহত কমপক্ষে ১০০ জন। রাতের অন্ধকারেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পাটনার তিনটি প্রধান হাসপাতাল পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসকে জরুরি পরিস্থিতিয় মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। ঠিক কীভাবে হল দুর্ঘটনা?

বক্সার পুলিশ জানিয়েছে যে ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পরে বক্সার স্টেশন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল। দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল ওরুট পরিবর্তন করা হয়েছে। গতকালই ২টি ট্রেন বাতিল ও ২১টি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এদিন আপ ও ডাউন লাইন মিলিয়ে আরও কিছু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করে দেওয়া হল। যে ট্রেনগুলির রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে তার মধ্যে হাওড়াগামী পূর্বাগামী এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, তেজস রাজধানী এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

সাধারণ মানুষের মনে টাটকা কিছুদিন আগে বালেশ্বরে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। এমন অঘটন যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। অগুন্তি মৃত্যু, স্বজনহারার হাহাকার মানুষের কানে বেজেছিল বহুদিন। এখনও সেই অভিশপ্ত সন্ধ্যার কথা মনে পড়লেই শিউরে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ট্রেন দুর্ঘটনা। সিগন্যাল ব্যবস্থায় বড়সড় ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি বেলাইন হয়ে পিছন থেকে ধাক্কা মারে বাহানগা বাজার স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে। একই সঙ্গে বেলাইন হওয়া করমণ্ডলের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়।

সেই একই ভুল কি আবার হল? এই কটা দিনের মধ্যে কত মানুষের প্রাণ চলে গেল। ট্রেনে উঠে দুচোখের পাতা এবার এক করতে পারবেন না অনেকেই। ভারতীয় রেলকে লাইফলাইন বলা হয়। সেই লাইফলাইন কখন প্রাণ কেড়ে নেবে, তা কেউ বলতে পারে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version