Sikkim: সিকিমে ভয়ঙ্কর তুষার ঝড়, ঘুরতে গিয়ে প্রাণ গেল ৬ পর্যটকের!

।। প্রথম কলকাতা ।।

Sikkim: মানুষ একটু নিরিবিলি স্থানে মুক্তির স্বাদ পেতে কিংবা ব্যস্তময় রুটিনের মাঝে অবসর যাপন করতে সিকিমে বেড়াতে যান। এবার সেই সিকিমেই সর্বনাশ। ভয়াবহ তুষার ঝড়ে মৃত্যু হল অন্তত ছয় জন পর্যটকের। আটকে পড়েছেন প্রায় ৩৫০ জন, যাদের মধ্যে ১৫০ জন পর্যটক। পর্যটকদের মধ্যে কয়েকজন বাঙালিও রয়েছেন। সেনাবাহিনী এবং সিকিম পুলিশ ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে। পূর্ব সিকিমে ব্যাপক তুষার ধসের কারণে কয়েকজন পর্যটক রীতিমতো ছিটকে নিচে পড়ে গিয়েছেন।

‘The Indian Express’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেলে সিকিমের নাথুলা সীমান্ত এলাকায় তুষার ধসে অন্তত ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেক পর্যটক তুষারের নিচে আটকে রয়েছেন। বর্ডার রোডস অর্গানাইজেশন(Border Roads Organisation/BRO) অনুসারে, তুষারপাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গ্যাংটক থেকে নাথুলা পাসের সাথে সংযোগকারী ১৪তম জওহরলাল নেহরু রোডে আঘাত হানে। যার জেরে ২৪ থেকে ৩০ জন পর্যটক তুষারের নীচে আটকে পড়েন।

গভীর উপত্যকা থেকে ৬ জন সহ বিআরও এখন পর্যন্ত ২২ পর্যটককে উদ্ধার করেছে। তাদের কাছের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বরফের নিচে চাপা থাকার দেড় ঘণ্টা পর একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। এমনটাই জানিয়েছে বিআরও। বর্তমানে তিনি গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৩৫০ জন পর্যটক এই এলাকায় আটকা পড়েছেন এবং রাস্তা থেকে তুষার পরিষ্কারের পরে ৮০টি যানবাহনকে উদ্ধার করা হয়েছে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version