Dog Attack Video: ভয়ানক দৃশ্য! প্রকাশ্য রাস্তায় ৪ বছরের শিশুকে ছিঁড়ে খেল কুকুর, দেখুন ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Dog Attack Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরছে এক হৃদয়বিদারক দৃশ্য, যা দেখলে আঁতকে উঠবেন। ৪ বছর বয়সী ছোট্ট ছেলের অবস্থা দেখলে শিউরে উঠে ভাববেন সেখানে কেন কেউ সাহায্য করতে এগিয়ে গেল না। ঘটনাটি ঘটেছে প্রকাশ্য রাস্তায়। সেই রাস্তায় এক দল কুকুর ছাড়া আর কেউ ছিল না। দিনের আলোয় ৪ বছরের প্রদীপকে আক্রমণ করেছিল একদল বিপথগামী কুকুর। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে (Hyderabad)।

হায়দ্রাবাদের একটি হাউসিং সোসাইটিতে একদল বিপথগামী কুকুর ৪ বছর বয়সী প্রদীপকে আক্রমণ করে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। প্রকাশ্যে এসেছে এই মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। ভিডিওটিতে দেখতে পাওয়া যায় প্রদীপ একা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি বিপথগামী কুকুর। তারা হঠাৎ ওই শিশুকে আক্রমণ করে। শিশুটি প্রথমে পালানোর চেষ্টা করলেও পারেনি। মুহূর্তে শিশুটিকে কুকুরের দল মাটিতে ফেলে দিয়ে আঁচড়াতে থাকে।

 

জানা যায়, শিশুটির বাবা গঙ্গাধর ওই আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন। ছেলের কান্না শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের ঘটনা এই প্রথম নয়। দুই সপ্তাহ আগে গুজরাতেও এমন ঘটনা ঘটেছিল। গুজরাতের সুরাটে কিছু বিপথগামী কুকুরের আক্রমণে এক ৪ বছরের বালক মারা গিয়েছে. গত জানুয়ারিতে বিহারেও একটি বিপথগামী কুকুরের কারণে প্রায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

হঠাৎ কুকুর তাড়া করলে কি করবেন কী করবেন?

রাস্তায় হঠাৎ কুকুরকে দেখে অনেকেই ভয় পেয়ে থাকেন। যদি দেখেন কুকুর বিনা কারণে আপনার দিকে তেড়ে আসছে, সেই সময় নার্ভাস না হয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। এক্ষেত্রে নার্ভাস হয়ে ভুল করলে কামড় খাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাইকে বা সাইকেলে থাকেন তাহলে এক জায়গায় দাঁড়িয়ে যান কিংবা খুব দ্রুত গাড়ি চালিয়ে সেই স্থান থেকে চলে যান। যদি কুকুর আপনাকে কামড়াতে আসে সেই জায়গায় থেমে কুকুরটির উপর জোরে চিৎকার করুন। এক্ষেত্রে অধিকাংশ কুকুর ভয় পেয়ে পালিয়ে যায়। এই সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। কারণ মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়। কুকুরের সঙ্গে সরাসরি চোখাচোখি না করে আড়চোখে দেখুন। কুকুরের মুখোমুখি দাঁড়াবেন না। যদি হাতের কাছে কোন লাঠি থাকে তাহলে অন্যদিকে ছুঁড়ে দিন। কুকুরটির মনোযোগ আপনাদের থেকে সরে যাবে। যদি ভুলেও কুকুর কামড়ায় তাহলে দেরি না করে দ্রুত জায়গাটি সাবান জল দিয়ে ধুয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version