ভয়ানক কান্ড! ডুবে থাকা সেতু গিয়ে জলে ভেসে গেল ট্রাক্টর! কি হল যাত্রীদের?

।। প্রথম কলকাতা ।।

কী ভয়ঙ্কর দৃশ্য দেখুন। কোনটা নদী আর কোনটা রাস্তা বোঝা দায়। জলস্রোত বইছে চারদিক ভাসিয়ে। সেই জলের তলায় ডুবে রয়েছে সেতু। ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছিল একটি ট্রাক্টর। অনেকটাই এগিয়ে গিয়েছিল সেটি।কিন্তু শেষ রক্ষা হলো কই! জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টরটি। কি হলো যাত্রীদের! দেশ বিদেশের এমন অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। কিন্তু এবার আমাদের ঘরের পাশেই ঘটে গেল এমন দুর্ঘটনা। কোথায় ঘটলো এমন ঘটনা জানেন কি?

ডুবে থাকা সেতু দিয়ে নদী পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। তখন জল দেখতে নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন কিশোর যুবকদের অনেকেই। তাদের সামনে দিয়েই ঝুঁকি নিয়ে অদৃশ্য সেতু পার হতে এগোচ্ছিল ট্রাক্টরটি। বিপদ আঁচ করেই মোবাইলে ভিডিও করছিল উপস্থিত শিশু কিশোররা। সেই ভিডিওয় ধরা পড়ল এই ভয়াবহ দৃশ্য। এমনিতে এবার তেমন অতিরিক্ত মাত্রায় বর্ষন হয়নি। সেভাবে জল ছাড়েনি জলাধারগুলি। তা সত্বেও টানা বৃষ্টিতে এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে দামোদরের এই শাখা নদী। তার জেরেই ঘটলো এমন ভয়াবহ ঘটনা।

বাসিন্দারা বলছেন, গত পনেরো কুড়ি বছর ধরেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। নদীতে জল বাড়লেই ডুবে যায় সেতু। তখন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।সেতুটি উঁচু হলে এই দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ যাত্রীরা। মেজিয়া ব্লকে রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েক দিনের বৃষ্টিতে এই নদীতে জলস্তর বেড়েছে অনেকটাই। নদীর ওপর থাকা নিচু সেতুর ওপর দিয়ে বেগে বইতে শুরু করে জল।

জীবনের ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিলেন চালক।ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরো পাঁচ জন শ্রমিক। সেতু দিয়ে পেরোনোর সময় আচমকাই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারান চালক। যাত্রী সহ ট্রাক্টরটি সেতু থেকে নিচের দিকে নেমে যায়। চালক ও যাত্রীরা প্রত্যেকেই কোনোক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠেন।এলাকার মানুষের অভিযোগ, সেতু নীচু হওয়ার প্রায়শই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ওই স্থানে উঁচু সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version