Nepal Plane Crash: ভয়ঙ্কর দুর্ঘটনা! নেপালে যাত্রী নিয়ে মাঝপথে ভেঙে পড়ল বিমান

।। প্রথম কলকাতা ।।

Nepal Plane Crash: রবিবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। পোখরা বিমানবন্দরের কাছে যাত্রীবাহী একটি বিমান ভেঙে পড়ে। সেই বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। ৭২ টি আসনের এই বিমানে রবিবার ৬৮ জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন চারজন ক্রু সদস্য। বিমানটি পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ভেঙে পড়ে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পাওয়ার উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। জোর কদমে শুরু হয় যাত্রীদের উদ্ধার করার কাজ। এমনটাই জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা।

ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি এমন ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়। পোখরায় এই যাত্রীবাহী বিমানকে ভেঙে পড়ে। এটি কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যেখানে বিমানটি ভেঙ্গে পড়ে সেখানে আগুন জ্বলতে দেখা যায় । চারপাশের এলাকা রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে যায়। নেপালের এভিয়েশন অথোরিটি তরফ থেকে জানানো হয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের এই বিমানটি কাঠমান্ডু থেকে সকাল ১০.৩৩ মিনিটে উড়ান শুরু করেছিল।

পোখরা বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত পোখরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই বিমান ভেঙে পড়ার এবং আগুন ধরে যাওয়ার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দাউ দাউ করে ভেঙে পড়া বিমানে আগুন জ্বলতে দেখা গিয়েছে। তা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কিভাবে বিমানটি ভেঙ্গে পড়ল সেই সম্পর্কে স্পষ্ট কোন তথ্য প্রকাশ্যে আসেনি।

এএনআই এর রিপোর্ট অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন ওই বিমানের মধ্যে দুজন শিশুসহ ১০ জন বিদেশি যাত্রী ছিলেন। অন্যদিকে নেপাল আর্মি মুখপাত্র জানিয়েছেন এখনও পর্যন্ত ১৬ টি দেহ উদ্ধার করা গিয়েছে।

এএনআই সূত্রে আরও জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ৫ জন ভারতীয় ছিলেন । এছাড়াও ছিলেন ৫৩ জন নেপালি, ৪ জন রুশ নাগরিক , ২ জন কোরিয়ান এবং ফ্রান্স আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডের একজন করে নাগরিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version