Nepal Accident: নেপালে ভয়াবহ দুর্ঘটনা , ঘটনায় মৃত্যু ৪ ভারতীয় নাগরিকের

 

।। প্রথম কলকাতা।।

Nepal Accident : নেপালে (Nepal) ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident) । ঘটনা নেপালের বাগমতী প্রদেশের (Bagmati province) সিন্ধুলি জেলায়। যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খাদে । ঘটনায় মৃত্যু ৪ ভারতীয় নাগরিকের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ১। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সিন্ধুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আরেক জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সকলেই বিহারের (Bihar) সমস্তিপুরের বাসিন্দা। প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি।

জানা গিয়েছে, কাঠমান্ডু যাওয়ার পথে খাদে পড়ে যায় গাড়িটি। খাদটির গভীরতা ছিল অন্তত ৫০০ মিটার। জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট রাজকুমার সিলওয়াল জানিয়েছেন , ‘দুর্ঘটনাস্থলে পৌঁছতেই ১ ঘণ্টার বেশি সময় লেগে গিয়েছে। তাই দেহ উদ্ধার করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।’ তবে মৃতদেহ উদ্ধারে নেপাল সেনার সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নেপালের পোখরায় ঘটে গেল বড়সড় বিমান দুর্ঘটনা। বিমানে ছিলেন ৬৮ জন যাত্রী। জানা গিয়েছিল , কাটমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দেয় এটিআর-৭২ বিমানটি। মোট ৭২ জন ছিলেন সেই বিমানে। তাঁদের মধ্য়ে ৬৮ জন যাত্রী এবং বাকি ৪ জন ক্রু সদস্য।

Exit mobile version