Assam-Meghalaya Border: ফের উত্তেজনা অসম-মেঘালয় সীমান্তে! মৃত কমপক্ষে ৬

।। প্রথম কলকাতা ।।

Assam-Meghalaya Border: অসম-মেঘালয় সীমানায় ফের গুলিযুদ্ধ। মৃত্যু হয়েছে মেঘালয়ের ৫ জন সহ অসমের এক বনরক্ষীর। উত্তপ্ত পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ANI-কে মেঘালয়ের ডিজিপি এল আর বিষ্ণৌ জানিয়েছেন, ৪৮ ঘণ্টার জন্য ৭টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে মেঘালয় সরকার। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয়েছে মেঘালয়ের চেরি ব্লজম ফেস্টিভ্যাল।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মেঘালয় সীমান্তে একটি কাঠবোঝাই ট্রাককে বাধা দেয় অসমের বন দফতর। ট্রাক সমেত চালক পালানোর চেষ্টা করলে, সেই সময় গুলি চালায় বনকর্মীরা। এরপর মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা গ্রাম প্রধান এবং ধর্মীয় নেতাদের নিয়ে জরুরী বৈঠক ডাকেন। এর আগে গত বছর দুই রাজ্যের পুলিশের গুলিযুদ্ধে মৃত্যু হয়েছে পাঁচজনের।

এদিন গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় দুই রাজ্যের সীমানায়। মেঘালয় রাজ্যের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুখরো গ্রামে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। আর পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এলাকার মতই পূর্ব জয়ন্তিয়া পাহাড়, পূর্ব খাসি পাহাড়, রিভই সহ অন্যান্য এলাকায় শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। কেউ যাতে এই ঘটনাকে ইস্যু করে উত্তেজনা না ছড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে। আর তাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version