Weather update: ফের নামল তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

।। প্রথম কলকাতা ।।

Weather update: মকর সংক্রান্তি শেষে ফের নামল তাপমাত্রা। ফের শুরু শীতের শিরশিরানি। শহর থেকে জেলায় আবারও শীতের আমেজ ফিরল সর্বত্র।

সোমবার এক ধাক্কায় পারদ নামল ১৬ ঘরে। তবে একাধিক জেলায় ভোর থেকে ছিল কুয়াশা। বেশ কয়েকটি জেলায় আজ দিন ভর হালকা কুয়াশা (Fog) থাকবে।

তবে বুধবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। মঙ্গলবারের পর থেকে কলকাতাসহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং কালিম্পং জেলাতেও।

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি (Rain) হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জলীয় বাষ্প এক ধাক্কায় কলকাতার তাপমাত্রাকে বাড়িয়ে দিয়েছে। নতুন করে দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর ও পশ্চিম ভারতে। যার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ফলে আবহাওয়ার তারতম‍্য দেখা দিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version