।। প্রথম কলকাতা ।।
Weather update: কখনও দমকা হাওয়া কখনও কনকনে শীত, আবার কখনও হুটহাট গরম আবহাওয়া। বুধবার বেড়েছিল তাপমাত্রার পারদ। যদিও আজ শহর কলকাতায় হালকা শীতের আমেজ। তবে কনকনে ঠান্ডা (Cold) পড়বে না।
সরস্বতী পুজোর পর মনে করা হচ্ছিল চলতি মরসুমের মতো শীতের ছুটি। কিন্তু ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার পর্যন্ত শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। আবার অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন এর সম্ভাবনা আগামী কয়েক দিন নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তা অবস্থান করছে এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ তা অগ্রসর হতে চলেছে। যদিও এর কোনো সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম