।। প্রথম কলকাতা ।।
নরেন্দ্র মোদী শেখ হাসিনা বৈঠক বাংলাদেশের জন্য সুখবর না দুঃসংবাদ? তিস্তাকে নিয়ে কোনও বড় আপডেট বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মোদী? চীনকে নিয়ে বাংলাদেশকে বার্তা নমোর! একটা বৈঠক আর ভারত-বাংলাদেশে টানটান উত্তেজনা কী ফলাফল হল মোদী-হাসিনার বৈঠকের? প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও নয় একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল বিশেষ বিশেষ আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন মোদী-হাসিনার এই মিটিংয়ে সবথেকে বেশি নজর ছিল তিস্তার জলবন্টন ইস্যুর ওপর। এছাড়াও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়েও কিছু কথা হল কিনা দিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ নিয়ে কোনও ধরণের বার্তা দিল কী? চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে কোনও বার্তা দেওয়া হল বাংলাদেশকে?
বৈঠক শেষ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। টুইট করে নমো জানিয়ে দিলেন ্ফলপ্রসূ হয়েছে আজকের মিটিং কিন্তু বাংলাদেশের জন্য এক্ষেত্রে কী কী পজেটিভ নিউজ এল? প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একগুচ্ছ বিষয়ে আলোচনা হয় মোদি ও হাসিনার মধ্যে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ-পরিবহণ, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও কথা হয়েছে তবে, তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আদৌ কোনও কথা দুই প্রধানের মধ্যে হয়েছে কি না তা সঠিকভাবে জানা যায়নি। দীর্ঘদিন ধরেই তিস্তার বিষয়টি ঝুলে রয়েছে। ২০১৫ সালে মোদির ঢাকা সফরের সময়েই জল পাওয়ার ব্যাপারে চরম আশাবাদী ছিল হাসিনা সরকার, কিন্তু শেষ মূহুর্তে তা এগোয়নি এবার দিল্লিতে হাসিনা-মোদির বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে ঢাকার দিক থেকে তিস্তার জল বণ্টনটি প্রাধান্য পাবে বলে জানিয়েছিলেন বিদেশসচিব মাসুদ বিন মোমেন।
হয়ত সময় গড়ালে আরও ডিটেলস পাওয়া যাবে। এদিকে আগেই জানা গেছিল আমেরিকার সঙ্গে নাকি বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছিল দিল্লির। তারপর বিশেষজ্ঞরা দাবি করেছিল হাসিনা-মোদী বৈঠক হলেই বেশ কিছু ক্রাইটেরিয়া ঢাকার সামনে রাখবেন নমো সেটা কী বাস্তবে হল? তাৎপর্যপূর্ণ ভাবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও আগে হাসিনার সঙ্গে বৈঠকে বসলেন মোদি। বিশ্লেষকদের মতে, এতেই স্পষ্ট যে এই মুহূর্তে নয়াদিল্লির কাছে ঢাকার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের প্রসঙ্গও আলোচনায় উঠেছে কি না তা নিয়েও কোনও তথ্য দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম