Auto Expo 2023: CNG বাজারেও দাপুটে মেজাজে Tata, লঞ্চ হল Punch ও Altroz-র নয়া ভেরিয়েন্ট

।। প্রথম কলকাতা ।।

CNG গাড়ির তালিকায় আরও দুই বিকল্প যোগ করল টাটা মোটর্স (Tata Motors)। এর আগে Tiago এবং Tigor এই দুটিতে গাড়ির CNG ভেরিয়েন্ট নিয়ে এসেছিলো টাটা। এদিন অটো এক্সপো ২০২৩ মেলায় Punch এবং Altroz গাড়িরও CNG এডিশন লঞ্চ করে ফেললো এই চার চাকা কোম্পানি।

টাটার দাবি, তাদের Punch CNG ভারতের প্রথম ট্যুইন-সিলিন্ডার প্রযুক্তি ব্যবহৃত গাড়ি হতে চলেছে। ৩০ লিটরের দুটি CNG ট্যাংক রয়েছে এটিতে। Punch এবং Altroz উভয় গাড়ি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত যা Tiago CNG তেও বিদ্যমান। এর সাথে অন্তর্ভুক্ত ৫ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই ইঞ্জিনটি CNG মোডে 73PS এবং 95 Nm টর্ক জেনারেট করে।

সিঙ্গেল পেন সানরুফ বৈশিষ্ট্যর সাথে উপলব্ধ উভয় গাড়ি। ফিচার্স এর ক্ষেত্রে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, কানেক্টেড কার টেক, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য।

 

আরো পড়ুন: New Car in India 2023: SUV থেকে EV! জানুয়ারিতে বাজারে আসছে ৭ টি সেরা গাড়ি

 

উল্লেখ্য, এই অটো এক্সপো ২০২৩ এ Tata Punch গাড়ির একটি ইলেকট্রিক ভার্সনও লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

Tata Punch ও Altroz CNG গাড়ির দাম সম্পর্কে যদি বলি তাহলে এটি উপলব্ধ পেট্রোল ভার্সনের তুলনায় ৫০ হাজার টাকার থেকে ৭০ হাজার টাকা বেশি দামের সাথে লঞ্চ হতে পারে। যদিও গাড়িদুটির মূল্য এখনও প্রকাশ করেনি টাটা মোটর্স। তবে চলতি বছরই এই নতুন CNG মডেলদুটির বিক্রিবাট্টা শুরু হবে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত CNG গাড়ির বিকল্পে গ্রাহকদের সর্বাধিক পছন্দ Maruti Swift CNG, Hyundai i10 Nios CNG, Maruti Baleno CNG এবং Toyota Glanza CNG গাড়ি। যাদেরকে কড়া টেক্কা দিতে পারে Tata Punch ও Altroz CNG ভার্সন।

Exit mobile version