।। প্রথম কলকাতা ।।
Air India: রতন টাটার দুই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা মিশে যাচ্ছে। মঙ্গলবার রতন টাটার সঙ্গে এই বিষয়েই আলোচনা হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের। এক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইন্স সহমত পোষণ করেছে বলেই জানা গিয়েছে। আগামী বছরের মধ্যে এই একত্রীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে দুই সংস্থার তরফ থেকে। ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য এয়ার ইন্ডিয়ার সঙ্গে এই একত্রীকরণের এই পদক্ষেপ, এমনটাই জানাচ্ছে দুই সংস্থা।
আনন্দবাজার পত্রিকা ডিজিটালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টাটার মালিকাধীনে থাকা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা একসাথে মিলিত হলে খরচ কমানো সম্ভব হবে। অন্যদিকে পরিকাঠামো ও সম্পদের সঠিক ব্যবহার করা হবে। এছাড়াও আরও উন্নতমানের উড়ান পরিষেবা সুনিশ্চিত করা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আধিকারিকদের একাংশ। ভিস্তারা বিমান সংস্থাটি ২০১৫ সাল থেকে টাটা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে আভ্যন্তরীণ ও বিদেশি বিমান পরিষেবা দিয়ে আসছে ।
তবে এয়ার ইন্ডিয়ার সাথে ভিস্তারা মিশে গেলে এই একত্রীকরণের পরেও সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে কিছু শতাংশ মালিকানা থাকবে। এই মালিকানার পরিমাণ সম্ভাব্য ২৫.১ শতাংশ হতে পারে। কিন্তু ভিস্তারা আর আলাদা কোন বিমান সংস্থা থাকবে না । সব মিলে এয়ার ইন্ডিয়া লিমিটেড হয়ে যাবে । যার একাংশের মালিক থাকবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। উল্লেখ্য, ২০২১ সালে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের জন্য যোগ্য দাবিদার হিসেবে নাম উঠে এসেছিল টাটা গোষ্ঠীর। চলতি বছরে সেই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার জন্য টাটা গোষ্ঠীকে দিতে হয় ১৮ হাজার কোটি টাকা। এয়ার ইন্ডিয়া সংস্থা অধিগ্রহণের পরেই কী করে এই সংস্থাকে লাভজনক করে তোলা যায় সেই রূপরেখা তৈরি করতে শুরু করেছিল টাটা গোষ্ঠী। তখন থেকেই এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাকে একত্রিত করার পরিকল্পনা চলছিল। অবশেষে সেই পথ সুগম হল বলেই মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম