Narendra Modi: লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন, BJP’র বৈঠকে ভোটে জেতার জন্য মোদীর ‘মন্ত্র’

।। প্রথম কলকাতা।।

Narendra Modi: আজ, মঙ্গলবার দলীয় সংসদ সদস্যদের একটি বৈঠকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ২৪-এর লোকসভা নির্বাচনে ক্ষমতা বিরোধী লড়াই করার জন্য বিজেপি নেতাদের (BJP Leaders) নির্বাচনী মন্ত্র দিয়েছেন তিনি (PM Modi)। বলেছেন, দলীয় আইন প্রণেতারা যদি ভোটারদের কাছে পৌঁছান তাহলে কোনও Anti-Incumbency থাকবে না। তাঁর কথায়, দলীয় সাংসদদের তাঁদের নির্বাচনী এলাকায় যেতে হবে এবং জনগণের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

১ ফেব্রুয়ারি বাজেট পেশের পর প্রথম বিজেপি (BJP) সংসদীয় দলের বৈঠকে নিজের বক্তব্য রেখেছেন নমো। NDTV-তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল এটি। কিন্তু এটিকে কখনোই ‘চুনাভি বাজেট’ বলার সাহস কারোর নেই। তাঁর কথায়, দরিদ্র এবং প্রান্তিক জনগণ বাজেটের কেন্দ্রবিন্দু ছিল। তাই তিনি সমস্ত সংসদ সদস্যদের তাঁদের নির্বাচনী এলাকায় যেতে এবং মানুষের সঙ্গে তাঁরা বাজেট থেকে কী পেয়েছেন, তা নিয়ে কথা বলতে বলেছেন। এর আগেও প্রধানমন্ত্রী ভোটারদের কাছে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। গত মাসে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায় তিনি দলের নেতাদের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। সিনিয়র বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস বলেছেন, আমাদের হাতে চারশো দিন আছে। জনগণের সেবা করার জন্য আমাদের সবকিছু করতে হবে।

এদিকে মোদী বিজেপি সদস্যদের সমাজের প্রতিটি স্তরের কাছে পৌঁছতে বলেছেন। ‘বিজেপি আর নিছক একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং একটি সামাজিক আন্দোলন যা আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য কাজ করছে’, উপস্থিত দলের সদস্যদের জন্য বলেছেন নমো। পরের বছরের নির্বাচনে বিজেপি তৃতীয় দফা ক্ষমতায় আসার জন্য লড়বে। পাখির চোখ এখন ২৪-এর লোকসভা নির্বাচন। তবে পাশাপাশি বৈঠকে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প নিয়েও কথা বলেছেন মোদী। ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, ‘গুজরাটে (Gujarat) যা ঘটেছে তার সাক্ষী আমরা ছিলাম। আমরা তুরস্ক (Turkey) এবং সিরিয়ার (Syria) মানুষদের ব্যথা খুব ভালোমত বুঝতে পারছি। ইতিমধ্যে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পাঠাব’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version