।। প্রথম কলকাতা।।
Cyclone Michaung: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তিক্ষয় হয়ে এখন দুর্বল। তবে অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে কার্যত তাণ্ডব চালিয়েছে ‘মিগজাউম’। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা বাপাতলাতে মঙ্গলবার বিকালে এই ঝড় আছড়ে পড়়েছিল। আর তার প্রভাবে কার্যত ঝড়ের তাণ্ডব চলেছে এলাকায়। একাধিক এলাকা এখনও বাণভাসী। জলের তলায় ডুবে ঘর-বাড়ি, রাস্তাঘাট। এখনও বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবাহীন বহু অঞ্চল। চলছে উদ্ধারকাজ। এই ঘূর্ণিঝড়ের দাপটে অন্ধ্রপ্রদেশের একাধিক জমির ফসল সব শুয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে বহু জমির ফসল। ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে থাকার কারণে একেবারে ভয়াবহ পরিস্থিতি অন্ধ্রপ্রদেশ ও চেন্নাই তে।
তামিলনাড়ুকে একপ্রকার বানভাসি করে দিয়ে অবশেষে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড় মিগজাউম৷ প্রায় কয়েক ঘন্টা তান্ডব চালায় এই ঘূর্ণিঝড়। এই মিগজাউম এর দাপট ভয়ঙ্কর হওয়ার কারণে ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা, কাকিনাদা, কৃষ্ণা, বাপাতলা এবং প্রকাশম সহ সাতটি জেলা থেকে ২১১টি ত্রাণ শিবিরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৯,৪৫৪ জন নাগরিককে৷ ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে উপকূলে। জারি হয়েছে সতর্ককা। আবহাওয়া খারাপ হওয়ার কারণে আগেই বাতিল হয়েছে একাধিক ট্রেন। অন্যদিকে একাধিক বিমান বাতিল করেছে উড়ান সংস্থাগুলি। বন্ধ রাখা হয়েছে চেন্নাইয়ে বিমানবন্দর।
উল্লেখ্য, ল্যান্ডফলের সময় বিধ্বংসী রূপ নেয় ঘূর্ণিঝড় মিগজাউম। ৭৭০ কিলোমিটার এলাকা জুড়ে অন্ধ্র প্রদেশের একাধিক জেলায় রাস্তা নষ্ট হয়েছে। ভেঙে পড়েছে ৩৫টির বেশি গাছ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৪টি জেলার ৪০ লাখ মানুষ এই মিগজাউমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকালের মধ্যেই সেটি আরও শক্তিক্ষয় করবে। সন্ধ্যার মধ্যে দুর্যোগ প্রায় কেটে যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম