Care of blanket: শীতে কম্বল, লেপের যত্ন নিন, আরামদায়ক থাকবে দীর্ঘদিন

।। প্রথম কলকাতা ।।

Care of blanket: শীতকাল মানে লেপ-কম্বল, কাঁথা সোয়েটার। এখন কনকনে শীতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। লেপ-কম্বল শুধু ব্যবহার করলেই হবে না তার পরিস্কার এবং যত্নের নিয়ম জানতে হবে। অনেক সময় দেখা যায় এক বছর আগে কেচে তুলে রাখা লেপ, কম্বল দীর্ঘ অবব্যবহারের ফলে গন্ধের শিকার হয়েছে। লেপ, কম্বলের কিভাবে যত্ন নেবেন তা জেনে নেওয়া কিন্তু খুবই জরুরী।

শীতের অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলি ঠিক মতো যত্নের (Care) অভাবে দ্রুত নষ্ট হয়ে যায় আবার কখনও ধরে পচন। শীতে এদের যত্ন সহজ উপায়েই করতে পারেন। শিমুল তুলোর লেপে কাচাকাচি বা ড্রাই ওয়াশ (Wash) চলে না। বার করার পর তা রোদে দিন। কিছুক্ষণ একটা পিঠ রোদ খাওয়ার পর দিক বদলে দিন লেপের পিঠ। তবে শিমুল তুলো দিয়ে তৈরি না হলে কম্বল আলাদা করে কাচতে পারেন। শ্যাম্পু মেশানো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিন কম্বল। তবে কম্বলের ওজন বেশি হলে জলে (Water) ভেজালে তা আরো ভারী হয়ে যায় সেক্ষেত্রে লন্ড্রিতে দিতে পারেন।

পুরনো ব্রাশ দিয়ে ব্রাশ (Brush) করে নিতে পারেন কম্বল। পরিষ্কার জায়গায় কম্বল বিছিয়ে একইদিকে ব্রাশ করুন। এর ফলে সহজেই তা পরিষ্কার হয়ে যাবে।

কম্বলে যদি দাগ লাগে তাহলে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিন। দাগ তোলার জন্য সরাসরি যে কোনো সাবান ব্যবহার করবেন না।ঠান্ডা জলে মাইল্ড ডিটারজেন্ট, ক্লাব সোডা মিশিয়ে ব্যবহার করুন ।

ড্রায়ারের বদলে কম্বল শুকিয়ে নিন বাতাসে। ড্রায়ারে ক্ষতি হয় কম্বলের তন্তুর। তবে কড়া রোদে সরাসরি ভিজে কম্বল শুকাতে দেবেন না। শীতের পর বাকি সময় যেখানে কম্বল বা লেপ রাখেন সেখানে কয়েকটা নিমপাতা ছড়িয়ে রাখুন এতে দেখবেন আপনার কম্বল লেপ ভালো থাকবে।।

শীতে কাঁথা ব্যবহারের আগে সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এমনিতে কাঁথা পরিষ্কার খুব শ্রমসাধ্য। সারা বছর যে ডিটারজেন্ট ব্যবহার করেন তাতেই ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর সেগুলো কেঁচে নিন।

পশমের জামা বা উলের সোয়েটার উষ্ণ জলে না ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে ধোয়ার সময় জলে একটু পাতি লেবুর রস ও ভিনিগার দিয়ে দিতে পারেন এতে রঙ ঠিক থাকবে। লেদারের কাপড় বাড়িতে পরিষ্কার না করে লন্ড্রিতে দিন। এগুলি কখনই রোদে দেওয়া উচিত নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version