Mamata Banerjee: ‘ধৈর্য ও আস্থার প্রতীক’, হীরাবেনের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের বহু নেতৃত্বরা। তাদের তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগে শোকাহত। প্রধানমন্ত্রীকেও সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর শোকবার্তা (Condolence Message) প্রকাশ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকেও।

এদিন মুখ্যমন্ত্রী শোকজ্ঞাপন করে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধেয় হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। শুক্রবার তিনি ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন ছিলেন ভালবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজিকে আজ আমার আন্তরিক সংবেদনা জানাচ্ছি’

এছাড়াও এদিন নরেন্দ্র মোদীর (Narendra Modi) মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেন রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা। ১০০ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রধানমন্ত্রীর মা। মঙ্গলবার হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। যার কারণে তাকে দ্রুত ভর্তি করা হয় আমেদাবাদের ইউ এন মেহতা হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে হীরাবেনের (Hiraben Modi) । কিন্তু শুক্রবার ভোরের দিকেই পরলোকে গমন করেন তিনি।

মাতৃ বিয়োগের খবর পাওয়ার পরে দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কলকাতা সফর বাতিল করেন তিনি সোজা এসে উপস্থিত হন আমেদাবাদের গান্ধীনগরে। সেখানে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন মোদী ভাইয়েরা। যদিও পূর্ব নির্ধারিত যে সকল কর্মসূচিগুলি রয়েছে সেগুলি সময় মেনে হবে বলেই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। সশরীরে উপস্থিত না থাকতে পারলেও বাংলার একাধিক কর্মসূচিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version