Uttar Pradesh: অবাক কাণ্ড! এটিএম থেকে টাকা নয়, বেরোচ্ছে চাল গম

।। প্রথম কলকাতা ।।

Uttar Pradesh: এটিএম (ATM) মানে চোখের সামনে ভেসে ওঠে এমন একটি মেশিন যেখানে এটিএম কার্ড আর যথাযথভাবে পাসওয়ার্ড দিলে মানুষ প্রয়োজনীয় টাকা তুলতে পারেন। কিন্তু উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক বিশেষ এটিএম থেকে টাকার পরিবর্তে বের হচ্ছে চাল গম ডাল। মানুষ তা প্যাকেটে করে নিয়ে বাড়ি যাচ্ছেন। উত্তরপ্রদেশে ব্যাঙ্কের এটিএম (Bank ATM) এর আদলে তৈরি করা হয়েছে গ্রেন এটিএম। এই এটিএম থেকে রাজ্য সরকার রেশন বিতরণে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে।

রেশন বন্টনে কমবে দুর্নীতি

সাধারণ মানুষকে রেশন দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে চড়া রোদে বা গরমে রেশন তোলা বেশ কষ্টকর। এক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এটিএম এর আদলে তৈরি করেছে এমন এক মেশিন যেখান থেকে টাকার পরিবর্তে বেরোবে প্রয়োজনীয় রেশন। সাধারণ মানুষকে আর ঘণ্টার পর ঘণ্টায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। অটোমেটিক মাল্টি কমোডিটি গ্রেন ডিসপেন্সিং সলিউশন অর্থাৎ শস্য এটিএম বসানো হয়েছে বারাণসী, গোরখপুর এবং লখনৌয়ের সরকারি রেশন দোকানগুলিতে। রেশন কার্ডধধারী ব্যক্তিরা মেশিনে বুড়ো আঙুলের ছাপ দিলেই একটি স্লিপ বেরিয়ে আসবে। তারপর মেশিন থেকে একে একে বেরিয়ে আসবে প্রয়োজনীয় জিনিস। এক্ষেত্রে রেশম সামগ্রী ম্যানুয়ালি ওজন করার কোন প্রয়োজন নেই। এটিএম থেকে বেরোনো স্লিপ থেকে গ্রাহক জানতে পারবেন তিনি কি পরিমাণ শস্য পেয়েছেন। উত্তরপ্রদেশ সরকার বড় পরিসরে এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ব্যবস্থা যদি গোটা রাজ্য জুড়ে কার্যকর হয় তাহলে রেশন বন্টনে দুর্নীতি অনেকাংশে কমানো যাবে বলে মনে করছে উত্তরপ্রদেশ প্রশাসন।

শস্য এটিএম মেশিন খোলা বাজারে বিক্রির জন্য এখন উপলব্ধ নেই। এগুলি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি দ্বারা সরবরাহ করা হয়েছে। একটি শস্য এটিএম এর দাম প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকা। মেশিনটিতে অন্তত তিনটি অংশ থাকবে। যেখানে যেখান থেকে গম, চাল এবং চিনি অতি সহজে বিতরণ করা যাবে। মেশিনের ক্ষমতা প্রায় পাঁচ কুইন্টাল থেকে ৫০ কুইন্টালে করা যেতে পারে। উত্তরপ্রদেশ সরকার মনে করছে, রাজ্য জুড়ে যদি এই মেশিন বসানো যায় তাহলে কার্ডধারী ব্যক্তি যে কোন স্থান থেকে যে কোনো সময় তার প্রাপ্য রেশন নিজে থেকে তুলে নিতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version