Royal Enfield bike: তিনমাস অন্তর চমক! এবার কোন কোন মডেল আনছে রয়্যাল এনফিল্ড?

।।প্রথম কলকাতা।‌।

 

Royal Enfield bike: ভারতীয় বাজারে যে কয়েকটি বাইক সংস্থা বাইক বিক্রি করে তাদের মধ্যে রয়্যাল এনফিল্ডের বাইক খুবই জনপ্রিয়। বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে এই সংস্থার। নতুন ইঞ্জিন, লুকসের দিকে সবসময় নজর দেয় এই সংস্থা। সম্প্রতি বাজাজ এবং একাধিক কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়‍্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করেছে। নতুন বাইকের পাশাপাশি কোম্পানি তাদের জনপ্রিয় মডেল গুলির আপডেট ভার্সন ভারতের বাজারের লঞ্চ করে। এই মোটরসাইকেল ভারতের সংস্কৃতির সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে এটির ব্র্যান্ড মালিকানা যে ভারতে নয় তা অনেকেই জানেন না। রয়্যাল এনফিল্ড এর মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। এই কোম্পানির জনপ্রিয়তা বিক্রি বাড়ে ভারতে আসার পর। ঐতিহ্যবাহী এই মোটরসাইকেল ব্র্যান্ডের বয়স ১২০ বছরের বেশি। বলা হয় রয়্যাল এনফিল্ড যারা চালান তাদের নাকি সমাজে আলাদা মর্যাদা তৈরি হয়। ১৯৯৮ সালে প্রথম মোটর চালিত যান তৈরি করলেও রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের যাত্রা শুরু হয় ১৯০১ সালে। নতুন শতাব্দীতে নতুন চমক নিয়ে আসে রয়্যাল এনফিল্ড।

আগামী সাত বছরে ২৮টি নতুন মডেলের বাইক বাজারে আনতে চলেছে মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড। আগামী বছর থেকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি করে নতুন মডেল আনার পরিকল্পনা করেছে তারা। আগামী পাঁচ থেকে সাত বছরে কি কি মডেল তারা নিয়ে আসবে তার রূপরেখা তৈরি আছে বলেও জানা গিয়েছে। প্রতি তিন মাসে তারা একটি করে নতুন মডেল লঞ্চ করতে চাইছেন। রয়েল এনফিল্ডের এই মডেল গুলি
২৫০ থেকে ৭৫০ সিসির মধ্যে হবে বলেও জানিয়েছেন রয়্যাল এনফিল্ডের সিইও।

কোভিডের জন্য প্রথম চার পাঁচ মাস বিক্রি একেবারে বন্ধ ছিল বর্তমানে বুকিং ভালোই হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রয়্যাল এনফিল্ড এর বিক্রি বাড়ছে। বিশ্বের বাজারে নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে চাইছে তারা। দিন কয় আগেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল রয়্যাল এনফিল্ডের মিটিওর ৩৫০ মডেলটি। ১ লক্ষ ৭৫ হাজার টাকা থেকে দাম শুরু হচ্ছে মিটিওরের। এই মডেলটি ভারতের বাজারে ভীষণ জনপ্রিয়।

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আগামী বছর থেকে প্রতি মাসে একটি করে নতুন মডেল লঞ্চ করতে চলেছে মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে থাইল্যান্ড এবং ব্রাজিলের অ্যাসেম্বলিং ইউনিট খোলার পরিকল্পনা করছেন তারা। কোভিড পরিস্থিতির জন্য এনফিল্ডের বাজার খারাপ থাকলেও এখন সবই ঠিকঠাক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version