মোদীর নিরাপত্তায় সুপার কার! বিস্ফোরণেও লাগবে না আঁচ, ফিচার্স দেখলে মাথা ঘুরবে

।। প্রথম কলকাতা ।।

নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এল নয়া সুপার কার। এমন এক গাড়ি যাতে আটকে দেয় AK-47 গুলিও। বড় বিস্ফোরণ ঘটে গেলেও একটুও আঁচ লাগবে না এই গাড়িতে। ভারতের প্রধানমন্ত্রীদের সুরক্ষায় দেশের ভান্ডারে কোন কোন গাড়ি আছে? হলিউডের অ্যাকশন সিনেমার দৃশ্যগুলো কল্পনা করুন তো আগুনের মাঝখান থেকে বেরিয়ে আসছে আস্ত একটা গাড়ি, কিন্তু কোনও ড্যামেজ ছাড়াই। সেরকমই কিছু কি এবার ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষায়? মোদীকে সাধারণত কোন গাড়িতে দেখা যায় বাজপেয়ী বা ইন্দিরা গান্ধী তারা কোন গাড়ি ব্যবহার করতেন? শুধু বিস্ফোরণ নয় কোনও গ্যাস অ্যাটাক হলেও
দেশের রাষ্ট্রনেতার গায়ে ছুঁচও ফুটবে না।

২০১৪ প্রধানমন্ত্রীর পদে বসার পর Range Rover Vogue Toyota Land Cruiser গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ২০২১ সালে তাঁর গাড়ি আপগ্রেট করার সিদ্ধান্ত নেয় এসপিজি। Mercedes-Maybach S 650 Guard প্রধানমন্ত্রীকে নিরাপত্তা এখন ব্যবহার করা হয় এই স্পেশাল গাড়িটিই। যার মধ্যে রয়েছে মাথা ঘোরানো একের পর এক স্পেশাল ফিচার্স। একটি গাড়িতে সর্বোচ্চ যে সাঁজোয়া সুরক্ষা পাওয়া সম্ভব তা মিলবে Mercedes এর এই অত্যাধুনিক গাড়িতে। গাড়ির জানালা ও বডি আপগ্রেড করার কারণে AK-47 রাইফেল থেকে গুলি চালালেও গাড়ির ভিতরে যাত্রী সুরক্ষিত থাকবেন পুরোপুরি। গাড়ি থেকে মাত্র ২ মিটার দূরত্বেও যদি ১৫ কিলোগ্রাম TNT বিস্ফোরণ হয় তাহলেও সহ্য করতে পারবে এই গাড়ি। জানলার ভিতরের দিকে রয়েছে পলিকার্বোনেট কোটিং।

এখানেই শেষ নয়, রয়েছে আরও ফিচার্স। অটল বিহারী বাজপেয়ী প্রথম এমন ভারতীয় প্রধানমন্ত্রী যিনি হিন্দুস্থান অ্যাম্বাস্যাডার থেকে বিএমডব্লুত সিকিউরিটি কার আনেন বিএমডব্লু ৭ সিরিজ ৭৬০ এলআই বুলেট প্রুফ ও এয়ার পয়জনিং প্রুফ মনমোহন সিংয়ের সময় পর্যন্ত ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি।

মোদীর সুপার কারের বাকী ফিচার

বিস্ফোরণের সময় যাত্রীদের সুরক্ষিত রাখতে
গাড়ির নীচে ব্যবহার হয়েছে আরমার্ড প্রোটেকশন গ্যাস অ্যাটাক সামলাতে গাড়ির ভিতরে বিশেষ এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। এসময় শ্বাস নিতে কোনও সমস্যা হবে না। সর্বোচ্চ 160 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই গাড়ি। কোনও কারণে গারির টায়ার পাংচার হয়ে গেলেও এই গাড়ি চালিয়ে যাওয়া যাবে। ফলে বিপদের সময় দ্রুত কোনও জায়গা থেকে বেরিয়ে যেতে সক্ষম এই Mercedes।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় বুলেটপ্রুফ Mahindra Scorpio ব্যবহার করতে দেখা গিয়েছিল মোদীকে। পরে BMW 7 গাড়ি ব্যবহার করা শুরু করেন তিনি। ভিডিওর তথ্য আপনার উপযোগী মনে হলে শেয়ার করুন প্রথম কলকাতার ভিডিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version