Sundarban to Kolkata: সুন্দরবন টু কলকাতা বাসেই হবে যাতায়াত, মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু পরিষেবা

।। প্রথম কলকাতা ।।

Sundarban to Kolkata Bus Service: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছেছিলেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই পুনরায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু হল সুন্দরবনে। খুব সহজেই শুধুমাত্র একটি বাসে সুন্দরবন থেকে বারাসাতে এসে পৌঁছতে পারবেন সুন্দরবনের মানুষ। একই রকম ভাবে কলকাতার মানুষও একটি বাসের মাধ্যমে সহজেই সুন্দরবনে গিয়ে পৌঁছাতে পারবেন। শুক্রবার এই বাস পরিষেবার আবারও শুভ উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল।

হেমনগর বাজার থেকে শুরু করে বারাসাত পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার পথ যাবে এই বাস গুলি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে একই রুটে দুটি বাস রাখা হয়েছিল। কিন্তু রাস্তার বেহালদশা ও বাস যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হওয়ার কারণে ওই পরিষেবা প্রায় নয় মাসের মাথায় এসে বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী গত মঙ্গলবার সুন্দরবন অঞ্চলের শামসের নগরে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অসুবিধার কথা শোনার পর দ্রুত ওই রুটে পুনরায় বাস পরিষেবা চালু করার নির্দেশ দেন। পূর্বে সেখানে দুটি বাস চলাচল করত। এবার আরও একটি বাস যোগ করা হয়েছে।

এই রুটের এক বাসকর্মী জানান, হেমনগর থেকে বারাসাত পর্যন্ত ভাড়া রাখা হয়েছে মাত্র ৮৩ টাকা অর্থাৎ ৮৩ টাকার বিনিময়ে সুন্দরবনের মানুষেরা একেবারে পৌঁছে যেতে পারবেন কলকাতায়। যা একসময় তাদের কাছে ছিল স্বপ্নের মত। এছাড়াও যাত্রাপথে এই বাসগুলি দাঁড়াবে লেবুখালি, দেউলি,বসিরহাট, হাসনাবাদ , দেগঙ্গা, বেড়াচাঁপা প্রভৃতি জায়গায়। হিঙ্গলগঞ্জের বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর কাছে সুন্দরবনের মানুষ ভালো বাস পরিষেবার দাবি করেছিলেন। আর সেই দাবি পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী পুরোপুরি তিন দিন সময়ও নেননি। তিন দিনের মধ্যেই চালু করে দিয়েছেন সুন্দরবন থেকে কলকাতা বাস পরিষেবা। কাজেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনসাধারণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version