Pimple treatment: অস্বস্তিতে ভোগাচ্ছে ব্রণ? এই ঘরোয়া পদ্ধতিগুলি ম্যাজিকের মত কাজ করবে

।।প্রথম কলকাতা।।

Pimple treatment: শীতকালে ব্রণ অনেকের কাছেই বিশেষ অস্বস্তির কারণ হয়ে ওঠে। অনেক সময় ব্রণর কারণে মুখ লাবণ্যহীন হয়ে যায়। তবে প্রাকৃতিক পদ্ধতিতে ব্রণ দূর করার ঘরোয়া কিছু উপায় আছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করুন। ব্রণ দূরে থাকবে। কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণ সারাতে খুবই কার্যকর। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো নিয়ে এতে পরিমাণ মত জল মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আপেল এবং মধুর মিশ্রণ ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেষ্ট তৈরি করে তাতে ৪-৬ ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চন্দন কাঠের গুড়োঁর সাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর এতে ২-৩ ফোঁটা লেবুর রস দিন। গোলাপজল অনেকের ত্বকে সহ্য হয় না। তারা গোলাপ জলের বদলে মধু ব্যবহার করুন। এই মিশ্রণে ব্রণের দাগ দূর হবে। সপ্তাহে ৩-৪দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।গোলাপজলের নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়। দারুচিনি গুঁড়ার সাথে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রণের ওপর লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি এবং ব্যথা অনেকটাই কমে যাবে।

কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। মুসুর ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ঐ পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন।

এক কাপ পাকা পেঁপে চটকে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো মেশান। মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট মাসাজ করে স্নান করে নিন। পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন অ্যালোভেরার রস।

চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন।  মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এছাড়া বাইরে থেকে এসে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই পদ্ধতি গুলো মানলে ব্রণের হাত থেকে যেমন দ্রুত মুক্তি মিলবে,ঠিক তেমনই ব্রণর দাগও খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version