Child Marriage in Assam: বাল্যবিবাহ রোধে কড়া পদক্ষেপ অসমে, স্বামীদের গ্রেফতারিতে ক্ষুব্ধ স্ত্রীরা

।। প্রথম কলকাতা ।।

Child Marriage in Assam: অসমে যেভাবে প্রসূতি এবং শিশু মৃত্যুর হার বেড়ে চলেছে তার নেপথ্যে অন্যতম একটি কারণ হল নাবালিকাদের বিবাহ। এমনটাই মনে করছে সে রাজ্যের সরকার। যার কারণে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma) ঘোষণা করেন, এক সপ্তাহের মধ্যে অসমে কয়েক হাজার পুরুষকে গ্রেফতার করা হবে। তাদের অপরাধ তাঁরা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহ করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অসমের বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় প্রায় ২০০০ জনকে। তবে স্বামীদের গ্রেফতারির বিরুদ্ধে সুর চড়ান সেই নাবালিকা স্ত্রীরাই।

বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নগাঁও জেলা সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন, ১৮ বছরের থেকে কম বয়সী মেয়েদের যারা বিবাহ করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করবে পুলিশ। প্রশাসন এই ঘোষণার পরেই অসমের (Assam) বিভিন্ন জেলায় পুলিশের অভিযান শুরু হয়। নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেফতার করা হয় বহু স্বামী এবং তাদের পরিবারকে। ধৃতদের নিয়ে আসা হয় বিভিন্ন থানায়। আর তারপর থানার আশেপাশের এলাকাগুলি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। কারণ গ্রেফতার হওয়া স্বামীর মুক্তির দাবিতে থানায় থানায় বিক্ষোভ দেখান মহিলারা।

কিছু কিছু স্ত্রীর দাবি, তাদের স্বামীকে বিনা দোষে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে। যত দ্রুত সম্ভব ছেড়ে দিতে হবে তাদের। অন্যদিকে অসম সরকারের দাবি, তাদের কাছে ৪০০৪ জনের বিরুদ্ধে বাল্যবিবাহ (Child Marriage) সংক্রান্ত মামলা দায়ের করা রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন। জাতিসংঘের হিসাব বলছে , ভারতে বর্তমানে ২২ কোটি ৩০ লক্ষ বাল্যবধূ রয়েছেন। সারা বিশ্বে এই সংখ্যাটা নিঃসন্দেহে সবথেকে বেশি। একটি রিপোর্ট বলছে, প্রতি বছর ভারতে প্রায় ১৫ লক্ষ নাবালিকাকে বিয়ে দেওয়া হয়।

অসমে যেভাবে মায়ের এবং শিশুর মৃত্যুর হার বেড়ে চলেছে তাতে সরকারের কাছে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম একটি বড় কারণ হল বাল্যবিবাহ। গোঁড়া থেকে সমস্যার সমাধান করলেই সুরাহা মিলবে বলে বিশ্বাসী সে রাজ্য সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version