Online Medicine: বন্ধ হতে চলেছে অনলাইনে ওষুধ বিক্রি! বিপদের আশঙ্কায় কড়া সিদ্ধান্ত কেন্দ্রের

।। প্রথম কলকাতা ।।

Online Medicine: প্রযুক্তির আশীর্বাদে বাড়িতে বসেই শাকসবজি থেকে শুরু করে আসবাবপত্র এমনকি ওষুধ পর্যন্ত ডেলিভারি পাওয়া সম্ভব। এত সুযোগ-সুবিধার মধ্যে কোথাও জালিয়াতি লুকিয়ে নেই তো ! বাড়িতে বসে কোন ঝঞ্ঝাট ছাড়াই অনলাইনে ওষুধ অর্ডার (Online Medicine Order) করে দিচ্ছেন হাজার হাজার মানুষ। সেটা বাড়িতে এসে পৌঁছেও যাচ্ছে। কিন্তু সেই ওষুধ যারা পাঠাচ্ছেন তাদের কাছে আদৌ লাইসেন্স রয়েছে কি ? আদৌ ঠিক ওষুধ আমজনতার কাছে এসে পৌঁছাচ্ছে ? এই আশঙ্কায় এবার কড়খ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল (Central Drug Control)।

কেন্দ্রের তরফ থেকে সম্প্রতি দেশের অন্যতম বড় ২৪টি কর্পোরেট ই-ফার্মেসিকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তাঁরা লাইসেন্স ছাড়াই অনলাইনে ইচ্ছেমতো ওষুধ বিক্রি করে চলেছিলেন। কাজেই তাদের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেই প্রশ্ন খোদ তুলেছেন ড্রাগস কন্ট্রোল জেনারেল। বর্তমানে মুঠোফোনে আটকে পড়া জীবনে সবকিছুই ইন্টারনেটকেন্দ্রিক হয়ে গিয়েছে। কয়েকটি অ্যাপের মাধ্যমে ওষুধ অর্ডার দিয়ে দিলেই সেটি চলে আসছে হাতের কাছে। কিন্তু অনেক ক্রেতাই হয়তো জানেন না যে সমস্ত বিখ্যাত সংস্থাগুলি অনলাইনে ওষুধ বিক্রি করছেন তাদের নিজস্ব কোন লাইসেন্স নেই।

তাই এবার কড়া পদক্ষেপ নিতে হয়েছে কেন্দ্রকে (Central Government)। যদিও ২০১৮ সালে এই বিষয়টিতে কেন্দ্র সরকারকে নজরদারি বাড়ানোর জন্য সতর্ক করেছিল দিল্লি আদালত। তখন কোন কড়া পদক্ষেপ না নিলেও ২০২৩ সালে এসে এবার দেদার অনলাইনে ওষুধ বিক্রির ব্যবসায় রাশ টানতে চলেছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রের কাছে দুই ধরনের অভিযোগ এসে জমা পড়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে জানানো হয়েছে, এক শ্রেণীর সংস্থা অনলাইনে লাইসেন্স (Licence) ছাড়া ওষুধ বিক্রি করছে। আর এক শ্রেণীর সংস্থা কোনরকম অনুমতির জন্য অপেক্ষা না করেই নিজেদের ব্যবসা শুরু করে দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে । এমনকি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজনও পড়ছে না। সেই সংস্থার তরফ থেকে অনলাইন কনসালটেন্সের মাধ্যমে ওষুধ বিক্রি করা হচ্ছে। যা বড়সড়ো বিপদ ডেকে আনতে পারে। তাই এবার কেন্দ্র সরকারের তরফ থেকেও এই নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোকজ করা হয়েছে নামজাদা একাধিক সংস্থাকে। এছাড়াও প্রত্যেকটি সংস্থা কীভাবে তাদের ই- মেডিসিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে তার বিবরণ সরকারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version