Hair: আপনার মাথার চুল দিয়ে পেট চলে এই গ্রামের, পার্লারের কাটা চুল দিয়ে কী হয় জানেন ?

।। প্রথম কলকাতা ।।

Hair: এই যে পার্লারে রোজ এতো চুল জমা হয় মনে প্রশ্ন আসেনি সেগুলো রোজ কোথায় যাচ্ছে? কেজি কেজি চুল পৌঁছে যায় বাংলারই এক গ্রামে। সেখানেই হয় আসল কাণ্ড। বাড়ি বাড়ি চুল সংগ্রহ করে বাসনওয়ালীরা সেগুলো কোথায় যায় ? ভগবানের কাছে দান করা বা পার্লারের চুলে পেট চলে এই গোটা গ্রামের। সেগুলো দিয়ে আসলে কী করা হয়! প্রচুর টাকা আয়। প্রতিদিন চাহিদা আরও বাড়ছে। তন্নু ওয়েডস মন্নুতে কঙ্গনা রানাউতের দুরকমের চুলের সাজ মনে আছে? তার অবদানও এই গ্রামের মানুষগুলোর। হাতেই যেন যাদু আছে। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরেই আশ্চর্য এই গ্রামে কী হয় দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে! গ্রামের নাম বাণীবন জগদীশপুর। গ্রামের প্রায় প্রতিটি গলিতে রয়েছে একটি করে পরচুলা বানানোর কারখানা।

কলকাতার বিভিন্ন বিউটি পার্লার ও সেলুন থেকে আসে নানা সাইজের চুল। সেই চুল ভাল করে ধুয়ে, কেটে বিভিন্ন ধরণের উইগ বোনার কাজ করেন তাঁরা। শুধু চুলই নয়, গোঁফ, দাড়ি এবং ভুরুও বানানো হয়। গ্রামের প্রতি বাড়িতে কারিগর। ঘরোয়া ব্যবসা প্রায় সবার। রান্নাবান্না, লেখাপড়ার সঙ্গে সমান তালে চলতে থাকে খোঁপা, বেণী, ববছাঁট চুলের উইগ, লম্বা স্টেপকাট চুলের উইগ তৈরির কাজ। ছোট থেকে বড় সকলের উইগ পাওয়া যাবে এখানেই।

সারা বিশ্বে পরচুলার চাহিদা যতই বাড়ছে, তা তৈরির কাজও বাড়ছে। বড় বড় মন্দিরে অনেকে চুল দান করেন। তিরুপতির মন্দির হোক কিংবা অন্য কোনও মন্দির, সেখানে থাকেন হাজার হাজার নাপিত। আর দানের পর তাঁদের থেকেই চুল জোগাড় করেন পরচুলার ব্যবসায়ীরা। গ্রামের প্রতিটা ঘরে ঘরে মানুষ এই এক কাজ করে চলেছেনে। সকাল থেকে রাত তাঁদের চুল নিয়েই কেটে যায়।

প্রত্যেক জনের আলাদা আলাদা কাজ। কেউ চুল পরিষ্কার করেন কেউ আবার চুল কাটেন। সুন্দর আকার দেন কারও কারও হাত আবার উইগ বোনার কাজের জন্যই যেন তৈরি। তাই প্রত্যেকটি কাজ করার নির্দিষ্ট লোক আছে। দেবতার কাছে দান হওয়া সেই চুলই সারা বিশ্বে ঘোরে। পশ্চিম ভারতের কোনও মহিলার মাথার চুল দক্ষিণ ভারতের কোনো মন্দিরে হয়তো কাটা পড়ে। তার পর নাপিতের হাত ঘুরে ধোয়া হয়ে এই গ্রামে পরচুলা তৈরির কারখানায় গিয়ে নতুন রূপ পায়। শেষে শোভা পায় হয়তো ভিন্‌দেশি কোনও অভিনেতার মাথায়। প্যারিস থেকে নিউ ইয়র্ক, সব জায়গার সেরা সুন্দরীদের সাজিয়ে তোলার ব্যবস্থার সঙ্গে যুক্ত এ সব ঘরের বাসিন্দারা। তাদের তৈরি চুল মুম্বই, দিল্লি, কানপুরের মতো শহরে চলে যায়। ভিন্ন ফ্যাশন শো-তেও তাঁদের হাতে তৈরি পরচুলা ব্যবহার করা হয়ে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version