।। প্রথম কলকাতা ।।
BCW Inspector Recruitment : পশ্চিমবঙ্গে ফের চাকরির সুযোগ তৈরি হয়েছে। অনগ্রসর শ্রেণি এবং উপজাতি উন্নয়ন দফতরের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে বাঁকুড়া জেলায় রাজ্যের অনগ্রসর শ্রেণি দফতরে নিয়োগ করা হবে কর্মী। তবে বাঁকুড়া জেলায় নিয়োগ হলেও রাজ্যের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
নির্দিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য যোগ্যতার মাপকাঠি রয়েছে। সেই অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে , বয়সের সীমা কত , শিক্ষাগত যোগ্যতা কী এবং আগ্রহী আবেদনকারী কীভাবে আবেদন জানাতে পারবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া হল প্রতিবেদনে।
পদ: অ্যাডিশনাল ইন্সপেক্টর
বয়স সীমা: ০১.১২.২০২২ অনুযায়ী যোগ্য আবেদনকারীর বয়স হতে পারে সর্বোচ্চ ৬৪ বছর
মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৬০০০ টাকা
যোগ্যতা: এই সুযোগ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য । এক্ষেত্রে আবেদনকারীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিসিডাব্লিউই ইন্সপেক্টর অথবা এক্সটেনশন অফিসার, হেডক্লার কিংবা ইউডি ক্লার্ক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো একটি ক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত কর্মীকেই এই পদগুলিতে নিযুক্ত করা হবে।
মোট শূন্য পদ: মোট শূন্য পদ হল তিনটি
নিয়োগ প্রক্রিয়া: সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি অফলাইন মাধ্যমে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য যোগ্য প্রার্থীদেরকে বাছাই করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১.১২.২০২২
আবেদন ফি : কোনরকম আবেদন ফি প্রয়োজন হবে না
আবেদন পদ্ধতি:
- সর্বপ্রথম আবেদনকারীকে অফিশিয়াল পেজ থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
- তারপর সেই আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে ।
- প্রয়োজনীয় নথিপত্র আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
- আর তারপর মুখ বন্ধ খামে আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে বাঁকুড়ার অনগ্রসর শ্রেণি এবং উপজাতি উন্নয়ন দফতরে।
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিজিট করুন www.bankura.gov.in ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম