।।প্রথম কলকাতা।।
Fruit juice: ফলের জুসের ব্যবসা একদম ইউনিক আইডিয়া বর্তমান সময়ের জন্য। কারণ এই সময় মার্কেটে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকস পাওয়া গেলেও ফলের জুসের (Fruits juice ) দোকান মার্কেটে খুব একটা বেশি পরিমাণে দেখা যায় না। কী উপায়ে আপনি এই জুস তৈরির ব্যবসা শুরু করবেন এবং খুব অল্প পরিমাণে টাকা ইনভেস্ট করে কিভাবে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করবেন তা জেনে নিন।
মাত্র ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ করে আপনি ব্যবসা (Business )শুরু করতে পারেন। ফের জুসের ব্যবসা শুরুর যেহেতু আপনি অল্প পুঁজি দিয়ে করবেন ইনকাম কিন্তু মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ফলের জুসের ব্যবসায় বিভিন্ন প্রকার ফলের জুস ফ্লেভার, প্রিমিক্স পাউডার ,জুস প্যাকেজিং প্যাকেট অথবা জুসের বোতল প্রয়োজন। জুস তৈরির কাঁচামাল গুলি আপনি আপনার নিকটবর্তী যে কোনো বড় মার্কেট (Market)থেকে পেয়ে যাবেন । ফলের জুস বানানোর প্রসেস খুবই সহজ। বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত খুব সহজে চাইলে ফলে জুস বানাতে পারবে। বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত খুব সহজে চাইলে ফলের জুস(juice) বানাতে পারবে। কোম্পানি থেকে আপনি আপনার মেশিনটি কিনবেন সেই কোম্পানি (Company) আপনাকে ফলের জুস বানানোর পদ্ধতি শিখিয়ে দেবে। আপেলের জুস ,আনারস ,ডালিমের জুস লেবুর জুস বানানোর যদি আপনাকে শিখে নিতে হবে। এরকম যত ধরনের ফল হয় সমস্ত ফলের জুস ফ্লেভার আপনি বাজার থেকে কিনতে পারেন। জুসের ব্যবসা করতে গেলে একটা ছোট কামরার ঘর হলেই ব্যবসাটি নিঃসন্দেহ করতে পারবেন। ব্যবসাটি করার জন্য বেশি জায়গার দরকার হবে না।
এটা একটা খাবার জিনিস এবং খাবার প্রোডাক্ট তাই আপনাকে প্রথমে ফুড সেফটি লাইসেন্স নিতে হবে এরপর আপনার ব্যবসা করার জন্য একটা ট্রেড(Trade) লাইসেন্স দরকার পড়বে। যে কোনো ব্যবসা করতে গেলে ইন্সুরেন্স করাটা অত্যন্ত জরুরী কারণ যদি কোনো কারনে ব্যবসার ক্ষতির সম্ভাবনা হয় সেখানে ইন্সুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাওয়া যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম