UIDAI Recruitment: কর্মী নিয়োগ চলছে আধার কার্ড অফিসে, জেনে নিন আবেদন পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

UIDAI Recruitment: কেন্দ্র সরকারের অধীনে আবারও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) যা আধার কার্ডের দফতর। এই আধার কার্ডের দফতরে বর্তমানে কর্মী নিয়োগ করা হবে। বেশ কয়েকটি রাজ্যে আধার কার্ড দফতরে শূন্য পদ তৈরি। হয়েছে যার কারণে কর্মী নিয়োগের কাজ শুরু করেছে ইউআইডিএআই । বর্তমানে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে চাকরি সব জায়গাতেই ভারতীয়দের পরিচয় পত্র হিসেবে অপরিহার্য হল আধার কার্ড (Aadhaar Card) ।

এই শূন্য পদগুলিতে নিয়োগের জন্য কীভাবে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন, কতগুলি শূন্য পদ রয়েছে, কোথায় কোথায় শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বাড়তি কোন অভিজ্ঞতা থাকা প্রয়োজন কিনা এই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই জেনে নিন প্রয়োজনীয় তথ্যগুলি।

পদ: সেকশন অফিসার

কাজের স্থান: কর্নাটকের বেঙ্গালুরু আঞ্চলিক অফিস ও কেরলের তিরুবনন্তপুরমের অফিস।

শূন্যপদ: সেকশন অফিসারের জন্য দুটি জায়গায় দুটি শূন্য পদ রয়েছে। এছাড়াও উল্লেখিত দুটি অফিসে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী আবেদনকারীকে সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীদেরকে পাঁচ থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোন সরকারি দফতরে চাকরি করার।

বয়স সীমা: আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে পারে ৫৬ বছর। এর থেকে বেশি বয়সী আবেদনকারীরা আবেদন করতে পারবেন না।

বেতন: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেতন মিলবে UIDAI এর নিয়ম অনুসারে।

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীকে উল্লেখিত শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফলাইনেও চাইলে তাঁরা আবেদন করতে পারেন। আবেদনকারীকে সর্বপ্রথম যেতে হবে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ। তারপর রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট আবেদন পত্র নিখুঁতভাবে পূরণ করতে হবে। তারপর করে দিতে হবে সাবমিট। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই ভিজিট করুন ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version