Lalbazar: পাইপ বেয়ে হাত সাফাইয়ে দক্ষ ‘স্পাইডারম্যান’ ! গ্রেফতার গোয়েন্দাদের হাতে

।। প্রথম কলকাতা।।

Lalbazar: সুউচ্চ বিল্ডিংয়ে মুহূর্তের মধ্যে অনায়াসে পাইপে চড়ে যাওয়া কোন ব্যাপারই নয় ট্যাংরার এই ‘স্পাইডারম্যানের’ কাছে। আসল নাম রবিউল হলেও পুলিশের কাছে এই ব্যক্তির পরিচিত ‘স্পাইডারম্যান’ হিসেবেই । শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় চুরি করার পর অবশেষে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার রবিউল।

হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শেক্সপিয়ার সরণির একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ি থেকে বহু মূল্যের সাতটি মোবাইল ফোন এবং সাড়ে নয় হাজার টাকা চুরি করা হয় ।আবাসনের চারতলার ফ্ল্যাটে ঢুকে এই চুরি কে করতে পারে তা নিয়ে তদন্ত শুরু করে লালবাজার। ওই আবাসনের আশেপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই তাতে ধরা পড়ে রবিউল এবং তাঁর এক সঙ্গীর ছবি। এরপর বাকি বিষয়টি বুঝতে খুব একটা অসুবিধা হয়নি গোয়েন্দাদের।

শুরু হয়ে যায় ‘স্পাইডারম্যান’ রবিউলকে সনাক্ত করার কাজ। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার রবিউল তাঁর কাছ থেকে ইতিমধ্যে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা নগদ কিছু টাকা । পুলিশে জেরার মুখে রবিউল স্বীকার করেছে যে সে চুরি করা ইলেকট্রনিক জিনিসগুলি এজেন্টদের কাছে অনেক কম দামে বিক্রি করে দিত। রেন ওয়াটার পাইপ বেয়ে কিংবা কার্নিশ বেয়ে বিগত বহুদিন ধরেই এই কাজ করে চলেছে রবিউল । এর আগে পুলিশ তাকে বহুবার গ্রেফতার করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে ট্যাংরার বাসিন্দা রবিউল গাজি। কিন্তু এবার ঘটনাটির তদন্তে লালবাজারের গোয়েন্দারা নামতেই পর্দা ফাঁস কলকাতা ‘স্পাইডারম্যানে’র।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version