।। প্রথম কলকাতা ।।
Driving License: আধার কার্ড, প্যান কার্ডের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স (Driving License)। দুই চাকার কিংবা চার চাকার, যে গাড়ি ব্যবহার করুন না কেন ড্রাইভিং লাইসেন্স আর আরসি থাকা বাধ্যতামূলক। যেখানে ব্যবহারকারীর নাম, জন্ম তারিখ থেকে শুরু করে ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। তথ্যে যদি কোন রকম ভুল থাকে তাহলে নানান সমস্যায় পড়তে পারেন। এমনকি মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন আর আপনাকে বেশি ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে না আরটিও অর্থাৎ আঞ্চলিক পরিবহন অফিসে। বর্তমানে সরকার এই প্রক্রিয়াকে আরও সহজ করেছে। এমনকি একইভাবে আপনি বাড়িতে বসেই আপনার লাইসেন্সে থাকা ভুল তথ্য সংশোধন করতে পারেন।
আগে ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে আরটিওতে যেতে হত। ফর্ম ফিলাপ করা থেকে শুরু করে বিভিন্ন নথি একসঙ্গে সংগ্রহ করা এবং অফিসারদের সুপারিশ করার মতো অসুবিধা ছিল। যার কারণে প্রচুর অর্থ ব্যয় হত। কিন্তু এখন ইন্টারনেটের কারণে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা সহজ হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি ডিজিটাল প্রক্রিয়া। যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কয়েকটি সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রথমে আপনাকে যেতে হবে পরিবহন দফতরের ওয়েবসাইটে। সেখানে আপনার পছন্দসই পরিষেবাটি বেছে নেবেন। তারপর আপনার রাজ্য নির্বাচন করবেন এবং লার্নার্স লাইসেন্সের বিকল্প পেছনে নেবেন। দেখবেন আপনার সামনে একটি ফর্মের পেজ খুলে গিয়েছে। সেই ফর্মটি যথাযথভাবে ফিলাপ করে সাবমিট বোতামে ক্লিক করবেন। এরপর পরবর্তী পৃষ্ঠায় সমস্ত সমর্থনকারী নথি এবং ফটো আপলোড করার পর নথিতে ই-সাইন করতে হবে। এরপর ফ্রি প্রদান, স্লট বুকিং এবং লার্নার লাইসেন্স পরীক্ষার জন্য সময় নির্বাচন করবেন। মনে রাখবেন, আধার কার্ড ছাড়া আবেদনকারীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি আধারের মাধ্যমে ইকেওয়াইসি করে থাকেন তাহলে আপনাকে আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না। বাড়ি থেকে লার্নার টেস্ট দিতে পারবেন। যদি নন আধার ইকেওয়াইসি সিলেক্ট করেন তাহলে আপনাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। অনলাইন টেস্টের লগইন ডিটেলস এসএমএস এর মাধ্যমে রেজিস্টার্ড মোবাইলে একটি নম্বর আসবে। একবার লার্নাল লাইসেন্স ইস্যু হয়ে গেলে শারীরিক ড্রাইভিং বা ড্রাইভিং টেস্টে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ৩০ দিন পর আরটিও যেতে হবে, যা পাস করার পর আপনি পাবেন একটি স্থায়ী লাইসেন্স। কিছু কিছু ক্ষেত্রে পদ্ধতির পরিবর্তন ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে একই থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম